আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি উৎসব “সাকতার পরব”শুরু হল কলিয়াগঞ্জে
1 min readআদিবাসী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি উৎসব “সাকতার পরব”শুরু হল কলিয়াগঞ্জে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯ জানুয়ারি:আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব কৃষ্টি o সংস্কৃতির অন্যতম উৎসব “সাকতার পরব” শুরু হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের শেঠ কলোনির শিমুলতলার টুকু পাড়ায়।অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌর সভার বিজেপির বিরোধী দল নেতা তথা প্রাক্তন পৌর পিতা কার্তিক চন্দ্র পাল। কালিয়াগঞ্জ আখানগর।মাঝি গাওতা উৎসব কমিটির সভাপতি সুনীল মুর্মু বলেন তাদের এই উৎসবের মূল নাম বাদনা উৎসব।
তারা তাদের এই লোক সংস্কৃতি উৎসব বদনা উৎসব বা বাদনা পরব হিসাবে পালন করে থাকে। সারা রাত ধরে চলে ঝুমুর নৃত্য, বাদনা নৃত্য।এই উৎসবকে কেন্দ্র করে উৎসব কেন্দ্রের পাশে বসে মেলা।সাকতার পরব বা বাদনা পর বের উদ্বোধক কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌর পিতা কার্তিক চন্দ্র পাল বলেন আদিবাসী ভাই বোনেরা আমাদের রাজ্যের আদিবাসী হয়েও তাদের যে হারে উন্নয়ন হওয়ার কথা ছিল সে হারে উন্নয়ন হয়নি।আমরা চাই আদিবাসী ভাইবোনদের উন্নয়ন আরো অনেক বেশি করে হোক বলে তিনি মনে করেন।