চাঁদার জুলুমবাজিতে ক্ষুব্ধ কালিয়াগঞ্জের ব্যবসায়ী মহল,চাঁদার জুলুম বাজি রুখতে প্রচারে পুলিশ_
1 min readচাঁদার জুলুমবাজিতে ক্ষুব্ধ কালিয়াগঞ্জের ব্যবসায়ী মহল,চাঁদার জুলুম বাজি রুখতে প্রচারে পুলিশ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২১অক্টোবর: কালিয়াগঞ্জ শহরে কালী পূজার উদ্যোক্তাদের চাঁদার জুলুম বাজিতে অতিষ্ট সব শ্রেণীর ব্যবসায়ী মহলের সাথে সাথে টোটো চালকরা।কালী পূজার চাঁদার জুলুম রুখতে কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে বৃহস্পতিবার থেকে মাইক নিয়ে পুলিশ প্রচারে নামলো কালিয়াগঞ্জ শহরে।কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে মাইকে অনবরত প্রচার করে পুজোর উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হচ্ছে চাঁদার জুলুম নিয়ে কোন রকম অভিযোগ কোন পুজো কমিটির বিরুদ্ধে থানায় এলে সেই পুজো কমিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।কালিয়াগঞ্জ থানা এই ধরনের পদক্ষেপ নেওয়ায় কালিয়া গঞ্জের সর্ব স্তরের মানুষ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা বলেন এক শ্রেণীর কালিয়াগঞ্জের কালী পূজার কর্মকর্তারা ব্যবসায়ীদের উপরই শুধু নয় সামান্য টোটো চালকদের উপর ব্যাপক চাঁদার জুলুম শুরু করে দিয়েছে।চাঁদার জুলুমের কারনে বাড়ি থেকে টোটো বার করা বন্ধ করে দিয়েছে।
প্রতিবাদে বুধবার রাতে দফায় দফায় টোটো চালকরা থানায় গিয়ে তাদের সমস্যার কথা জানিয়ে আসে।এর পরেই কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাসের নির্দেশে কালিয়াগঞ্জ শহরে চাঁদা আদায় কারীদের উদ্দেশ্যে মাইক যোগে সতর্ক করে দেওয়া হয়।প্রচার করা হয় কোন অবস্থাতেই চাঁদার জুলুম করা যাবেনা। চাঁদা নিয়ে কোন অভিযোগ এলেই থানা থেকে সেই পূজা কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কে কার কথা শোনে। বৃহস্পতিবার রাতে কালিয়া গঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে একটি বিগ বাজেটের পূজা কমিটির সদস্যরা চাঁদা তুলতে এসে চাহিদামত চাঁদা না দিতে চাওয়ায় দোকানদারকে দোকানের শাটার নামিয়ে দিয়ে বাড়ি চলে যেতে বলেন।শুধু তাই নয় পূজা দেখতে যাবেন না বলেও হুশিয়ারি দিয়ে গেছে বলে জানা যায়।