কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান
1 min readকালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান
তন্ময় চক্রবর্তী শেষ হয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদীয়া।ছোট থেকে বড় আপামর বাঙালি একে অপরকে বিজযা দশমীর শুভেচ্ছা জানাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যজুড়ে করা হচ্ছে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। সেই মর্মে আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর কুনোরের মুক্ত মঞ্চে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করা হলো বিজয়া সম্মিলনী অনুষ্ঠান।রবিবার এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন,
রাজ্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায়,ইসলামপুর পৌরসভার পৌরপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব সাহা ,ব্লক সভাপতি নিতাই বৈশ্য,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,সহ আরো অনেকে।আজ এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে সঙ্গীতানুষ্ঠানের ও ব্যাবস্থা ছিল।