December 24, 2024

রমরমিয়ে চলছে বালিপাচার, পুলিশি অভিযানে ধৃত ৩

1 min read

রমরমিয়ে চলছে বালিপাচার, পুলিশি অভিযানে ধৃত ৩

বালিপাচারের অভিযোগে গাড়ির মালিক সহ তিনজনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্তরা হল ইশরাফুল, রামপুকুর রায় ও হবিবুর রহমান।প্রতিদিনই প্রকাশ্যে নদীপথে বাংলার বালি অবাধে পাচার হয়ে যাচ্ছে বিহারে। রায়গঞ্জ থানার বিশাহার গোরাহার ঘাট এলাকার মহানন্দা নদী ও

রায়গঞ্জ থানার পাঁচভায়া গ্রাম সংলগ্ন নাগর নদী থেকে লরি বোঝাই করে বিহার সহ শহরের বিভিন্ন প্রান্তে পাচার হচ্ছে বালি। দিনের পর দিন এমনটা চলতে থাকলেও সরকারি তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। মাঝেমধ্যে দু-একটি লরি আটক করলেও বালিপাচার রুখতে পারেনি পুলিশ ও প্রশাসন। সোমবার ভোরে রায়গঞ্জ থানার নাগর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে দু’টি লরি আটক করে রায়গঞ্জ থানার পুলিশ। লরির মালিক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *