খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু করে দিল প্রতিদ্বন্দ্বী ক্লাব এন্ড ওয়েলফেয়ার সোসাইটি কালীপুজোর প্রস্তুতি
1 min readখুঁটি পূজার মধ্য দিয়ে শুরু করে দিল প্রতিদ্বন্দ্বী ক্লাব এন্ড ওয়েলফেয়ার সোসাইটি কালীপুজোর প্রস্তুতি
তন্ময় চক্রবর্তী, উত্তর দিনাজপুর দুর্গাপুজোর রেস এখনও কাটেনি। এরই মধ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এ কালীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। সোমবার সকালে কালিয়াগঞ্জের গুপ্তপাড়ায় অবস্থিত প্রতিদ্বন্দ্বী ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি খুঁটি পূজার মধ্য দিয়ে তাদের এবার ৪৯ তম বর্ষে কালীপুজোর প্রস্তুতি শুরু করে দিল।
সম্পূর্ণ কাল্পনিক মন্দিরের আদলে আধুনিক একটি মন্ডপ শয্যা তৈরি করা হবে বলে ক্লাবের কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে। মন্ডপে একদিকে যেমন থাকবে বাঁশের বিভিন্ন কারুকার্য তারি মধ্যে আবার ফুটিয়ে তোলা হবে বিভিন্ন ধরনের আলোকসজ্জা। করোনা আবহে দুই বছর নম নম করে পুজো হলেও এবার আবার সমহিমায় ফিরছে প্রতিদ্বন্দ্বী ক্লাব এন্ড ওয়েলফেয়ার সোসাইটির কালী পূজা।
আর তাই এই পুজো কে কেন্দ্র করে ক্লাব কর্মকর্তাদের মধ্যে আজ ছিল ব্যাপক উৎসাহ। সকাল থেকেই দেখা গেল ক্লাব কর্মকর্তাদের খুঁটিপুজোকে কেন্দ্র করে তাদের মধ্যে ব্যস্ততা।উত্তর দিনাজপুর জেলার মধ্যে যে সমস্ত বিগ বাজেটের পুজো গুলো হচ্ছে তার মধ্যে অন্যতম প্রতিধ্বনি ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কালী পুজো। বাঁশ কাঠ ও বাটামের কাঠামোর উপর থাকবে.