ভয়ংকর খেলা দেখাবে এবার পুজোয় কালিয়াগঞ্জের প্রতিভা সংঘ, তৈরি হচ্ছে অ্যামাজন জঙ্গল। থাকবে হিংস্র জন্তু জানোয়ারেরা
1 min readভয়ংকর খেলা দেখাবে এবার পুজোয় কালিয়াগঞ্জের প্রতিভা সংঘ, তৈরি হচ্ছে অ্যামাজন জঙ্গল। থাকবে হিংস্র জন্তু জানোয়ারেরা
তন্ময় চক্রবর্তী।।।।খেলা হবে ভয়ংকর খেলা হবে আর সেই খেলা দেখাবে এবার দুর্গা পুজোর দিনগুলিতে কালিয়াগঞ্জের পাবনা কলোনির প্রতিভা সংঘ। বিশ্বের সবচেয়ে ঘনবহুল জঙ্গলের মধ্যে অন্যতম আমাজন। ব্রাজিলের সেই আমাজন জঙ্গল এর কথা সকলেরই জানা।
কিন্তু স্বাদ থাকলেও সাধ্য নেই অনেকেই লক্ষ লক্ষ টাকা খরচ করে সাত সমুদ্র তের নদী পার হয়ে সেখানে যাওয়ার। এবার সেই আমাজন জঙ্গলের স্বাদ সাধারণ মানুষদের জন্য এনে দিবে পুজোর দিনগুলিতে কালিয়াগঞ্জের প্রতিভা সংঘ। ৫৩ তম বর্ষে প্রতিভা সংঘ এমনই এক থিমের পুজোর আয়োজন করেছে। যার প্রস্তুতি এখন চলছে জোর কদমে। ঘটনাস স্থলে গিয়ে দেখা যায় ঘন জঙ্গলের মধ্যে কিছু শ্রমিক দিনরাত কাজ করে চলছেন এই থিমের পুজোকে আকর্ষণীয় করে তোলার জন্য। এখানে একটি কথা না বললেই নয় যে জঙ্গলের মধ্যে এই পুজো হবে তা অনেকটাই আমাজনের জঙ্গলের মতই। চারিদিকে ঘন জঙ্গলে ভরা মাঝে আবার রয়েছে দুই একটি ঝিল ও। যেখানে নাকি প্রতিভা সংঘ তারা তৈরি করবে ব্যাঘ্র প্রকল্প।যেখানে পুজোর দিনগুলোতে থাকবে বাঘ ভাল্লুক হনুমান, হাতি এবং বিষধর সাপও। যেহেতু ঘন জঙ্গলের মধ্যে এবারের থিম করা হয়েছে পুজোর তাই দর্শকদের যাতে কোন অসুবিধা না হয় জঙ্গলে ঢুকতে এবং পোকামাকড়ের দ্বারা কোনো দুর্ঘটনা না হয় তার জন্য সতর্কতা মূলক অনেক কিছুই ব্যবস্থা নেওয়া হচ্ছে। জঙ্গলের মাঝে থাকবে বনদপ্তর। যেই দফতরের মাধ্যমে পুজোর দিনগুলিতে কন্ট্রোল করা হবে বাঘ হাতি গন্ডার ভাল্লুক দের। প্রতিভা সংঘের সম্পাদক গৌরাঙ্গ দাস বলেন, যেভাবে আজকের দিনে বিশ্ব উষ্ণায়ন এর প্রভাবে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে তাতে আগামী দিনে আরও বেশি করে গা যদি না লাগানো হয় তাহলে চরম বিপদ গুনিয়ে আসবে পৃথিবীজুড়ে। তাই তাই আমাজনের জঙ্গলকে সামনে রেখে সাধারণ মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করা হবে গাছ আমাদের ভবিষ্যৎ গাছ ছাড়া আমাদের জীবন অচল। তিনি বলেন এবারে প্রতিবার সংঘ উত্তরবঙ্গ শুধু নয়, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে একটা নজর কারা পূজো করতে চলছে। ব্রাজিলের আমাজনে গিয়ে সেই জঙ্গল অনেকেরই সাধ্য থাকে না আর্থিক প্রতিকূলতার জন্য প্রত্যক্ষ করতে তাই আমজনতার কথা ভেবে এবার সাধ্যের মধ্যেই তারা সাধারণ মানুষকে আমাজন জঙ্গলের স্বাদ এনে দিবে। তিনি বলেন এই জঙ্গলের পুজোর চার দিনে যেমন থাকবে হিংস্র জন্তু-জানোয়াররা তেমনভাবেই জঙ্গলের মাঝখানে পুজোর দিনগুলোতে শোভা বর্ধন করবে, আদিবাসীরা তাদের নৃত্যের মাধ্যমে। অর্থাৎ প্রতিভা সংঘের পুজোত এবার কোন দর্শক যদি না আসে তাহলে তারা অনেক কিছুই মিস করবে। তিনি বলেন যে জঙ্গলের মধ্যে এবার তারা পুজো করতে চলছে সেখানে সাধারণ মানুষদের যাতে কোন অসুবিধা না হয়, পুজো দেখতে সেই জন্য নানান রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই তিনি সকলের কাছে আবেদন করেন পুজোর চার দিন আপনারা আসুন এবং এসে আমাজন জঙ্গল দেখার স্বাদ পরিপূর্ন করুন।