October 23, 2024

সরকারি হাসপাতাল অপরিছন্ন হয়ে রয়েছে। সমস্যায় পড়েছেন রুগীর আত্মীয় পরিজনেরা

1 min read

সরকারি হাসপাতাল অপরিছন্ন হয়ে রয়েছে। সমস্যায় পড়েছেন রুগীর আত্মীয় পরিজনেরা

সরকারি হাসপাতাল অপরিছন্ন হয়ে রয়েছে। সমস্যায় পড়েছেন রুগীর আত্মীয় পরিজনেরা। পাশাপাশি সাংবাদিকের সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। এমনই চিত্র দেখা মিললো রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। দীর্ঘদিন ধরে নোংরা হয়ে পরে রয়েছে। এমনকি হাসপাতালের ভেতরেও নোংরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পানের পিক ফেলে অপরিছন্ন হয়ে পরে রয়েছে হাসপাতাল চত্বর। সোমবার সকালে ব্লাড টেস্ট করাতে গেলে আমাদের সাংবাদিকের সঙ্গে অসহযোগিতা করেছেন সদ্য নিয়োগ হওয়া নার্সরা। বারংবার অনুরোধ করা সত্ত্বেও মুখের উপর সপাটে জবাব ‘আপনি যেই কাজ করুন না কেন, যা করার করে নিন’।

সাংবাদিকরা কোনও সময় ফাঁকা থাকেন না। এটা জানা সত্ত্বেও কোনও রকম সহযোগিতা করেনি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মীরা।পাশাপাশি, হাসপাতাল চত্বর নোংরা থাকায় রুগীর আত্মীয় পরিজনদেরসমস্যা নজরে আসে আমাদের ক্যামেরায়। শৌচালয় ব্যবহার করতে পারছেন না রুগীর পরিবারের সদস্যরা। এমন অবস্থায় একজন রুগীর পরিবারের সদস্যের সঙ্গে কথা বললে তিনি জানান, “হাসপাতালে আমি ২ দিন ধরে আসা যাওয়া করছি। শৌচালয় ব্যবহার করতে পারছি না। এতটা নোংরা এবং দুর্ঘন্ধ হয়ে আছে। ব্যবহারের যোগ্য না। বরং আরও অসুস্থ হয়ে যাবেন অন্যান্য রুগীর পরিবারের সদস্যরা।” খুব দ্রুত হাসপাতাল চত্বর পরিষ্কার করার আবেদন জানিয়েছেন অন্যান্য রুগীর পরিবারের সদস্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *