December 22, 2024

ফুটবল খেলা অনুষ্ঠিত হলো হাজীপাড়া মাঠে

1 min read

ফুটবল খেলা অনুষ্ঠিত হলো হাজীপাড়া মাঠে

 প্রবাল সাহা ঃ-    হেমতাবাদ বিধানসভার অন্তর্গত রায়গঞ্জ ব্লকের হাজীপাড়াতে লক্ষণীয়া নজরুল স্মৃতি চক্রের পরিচালনায় নজরুল স্মৃতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মেজর ধ্যানচাঁদের জন্মদিন তথা জাতীয় ক্রীড়া দিবসে তারওপর বৃষ্টিমুখর দিনে এরম একটি প্রত্যন্ত গ্রামে ফুটবল প্রতিযোগিতা হওয়ায় খুশি গ্রামবাসী সহ উদ্যোক্তারা।

 

উদ্যোক্তারা জানান এবছর প্রায় ২২ টি দল এই খেলায় অংশগ্রহণ করছে। তারা আরো জানান ১৯৮০সাল থেকে প্রতিবছর এই প্রতিযোগিতা টি হয়, সেই মতোই এ বছরও ১৫ ই আগস্ট উপলক্ষে এই টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। এই দিনের খেলায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রখ্যাত ফুটবলার অরিজিৎ ঘোষ, মহামেডান ক্লাবের প্রাক্তন ফুটবলার তথা কোচ বাবলু মোহাম্মদ ও বিশিষ্ট সমাজসেবী তথা ক্রিয়াপ্রেমী সুব্রত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *