December 22, 2024

পার্থ অর্পিতার ব্যাপারে তৃণমূল দল যে বড়সর বিপদের মধ্যে তা অকপটে স্বীকার মদন মিত্রের

1 min read

পার্থ অর্পিতার ব্যাপারে তৃণমূল দল যে বড়সর বিপদের মধ্যে তা অকপটে স্বীকার মদন মিত্রের

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৫,আগস্ট: তৃণমূল দলের প্রাক্তন মহা সচিব তথা প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জে এসে কামার হাটির তৃণমূল বিধায়ক বিস্ফোরক মন্তব্য করে বলেন রাজ্য তৃণমূল দল পার্থ এবং অর্পিতাকে নিয়ে বড়সর সমস্যায় পড়েছে।মদন মিত্র অকপটে স্বীকার করে বলেন নিঃসন্দেহে তৃণমূল দল বর্তমানে তাদেরকে নিয়ে বড় অস্বস্তির মধ্যে পড়েছে। যদিও তৃণমূল দল পার্থর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে একটি সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির আসন অলংকৃত করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাগুলি তিনি বলেন।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন দিলীপ ঘোষকে বিজেপি দল সর্ব ভারতীয় সহ সভাপতির মত গুরুত্বহীন পদে পশ্চিমবঙ্গ থেকে উঠিয়ে নিয়ে যাবার ফলে সে বর্তমানে অর্ধ পাগল অবস্থায় আছে।পশ্চিম বঙ্গে ওর কাজ শেষ হযে গেলে ওকে ছোবড়া হিসাবে ফেলে দিয়েছে।তাই কি বলতে কি বলছে ও নিজেই জানেনা। বর্তমানে পৌর সভার উপ নির্বাচনে বাম দল বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করছে আগামী দিনে এটা কিসের ইঙ্গিত বহন করছে এই প্রশ্নের উত্তরে মদন বাবু বলেন কি বলবো বলুন বিজেপির মত একটি সাম্প্রদায়িক দলকে রুখতে বামেরা দ্বিতীয় স্থানে উঠে আসছে এটাতো ভালো কথা।আমাদের দুর্ভাগা আমরা বামেদের বল দিচ্ছি কিন্তূ বামেরা গোল দিতে পারেনা। আমরা চাই আমাদের মত বিজেপির বিরুদ্ধে রুখে দারাক এই রাজ্যের ক্ষেত্রে বাম সহ অন্যান্য দলগুলি। মদন বাবু বলেন বিজেপির মত দলকে সরিয়ে দিতে সব দলেরই প্রাক্টিসে নিয়মিত নামা উচিৎ।সবশেষে মদন বাবু অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন যতই সিবিআই ইডি পশ্চিমবঙ্গ নিয়ে উঠে পড়ে লাগুক আগামী ২৪শের লোক সভা নির্বাচনে পশ্চিম বঙ্গ থেকে তৃণমূল দল যেমন বিয়াল্লিসে বিয়াল্লিশ পাবে ঠিক একই ভাবে ২০২৬ সালের বিধান সভা নির্বাচনে তৃণমূল দল ২৫০টি আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় চতুর্থবারের জন্য তৃণমূল দলই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এটা হলফ করে বলতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *