December 23, 2024

আমাদের অসুখ হয়েছে সারতে একটু সময় লাগবে বললেন জেলা তৃণমূলের চেয়ারম্যান সচীন সিংহ রায়

1 min read

আমাদের অসুখ হয়েছে, সারতে একটু সময় লাগবে,বললেন জেলা তৃণমূলের চেয়ারম্যান সচীন সিংহ রায়

তন্ময় চক্রবর্তী  কালিয়াগঞ্জ এর বুকে আবার নতুন করে সূর্য উদয় হবে। আমরা একটাই প্রাণ আর কিছু না। আমাদের একটাই দল। এর মধ্যে যদি কেউ ভাগাভাগি কাজ করে সেটা এখানে চলবে না। আমরা সবাই এক। গতকাল রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর তৃণমূল কংগ্রেসের কার্যালয় অফিসে বসে এমন মন্তব্য করলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শচীন সিংহ রায়। তিনি আরো বলেন সামনের পঞ্চায়েত নির্বাচনে কালিয়াগঞ্জ ব্লকে আটটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আটটি গ্রাম পঞ্চায়েতই তৃণমূলের দখল করবে।এই নিয়ে কোন সন্দেহ নেই। তিনি বলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন দলের কর্মীদের প্রার্থী করা হবে। এটা আমরা দেখিয়ে দেবো।

তিনি বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা আগে নমিনেশন জমা দিবে আমরা পরে দেব। কোন নমিনেশন পত্র জমাকে কেন্দ্র করে অপ্রীতকর ঘটনা ঘটবে না বলে তিনি এদিন আশ্বাস দেন। এদিন এই প্রতিবেদক সচিন সিংহ রায় কে প্রশ্ন করেছিল বারে বারে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মিটিংয়ে ঘোষণা করেছে যে কেউ যদি দলের করবে ঠিকাদারি করে তাহলে দল এর কোন পদে থাকতে পারবে না ।কিন্তু দেখা যাচ্ছে কালিয়াগঞ্জ শহর ও ব্লকে এমন অনেক নেতা আছে যারা পদে থেকে বহাল তবিয়তে ঠিকাদারি করে চলছে এই প্রশ্নের উত্তরে শচীন সিংহ রায় বলেন আমাদের অসুখ হয়েছে সেটা সারতে একটু সময় লাগবে। চিকিৎসার জন্য তার ডাক্তার রেডি আছে। শুধু সময়ের অপেক্ষা।

1 thought on “আমাদের অসুখ হয়েছে সারতে একটু সময় লাগবে বললেন জেলা তৃণমূলের চেয়ারম্যান সচীন সিংহ রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *