লাগাতার লোডশেডিং, বন্ধ হয়ে গিয়েছে জুট মিলের উৎপাদন |
1 min readলাগাতার লোডশেডিং, বন্ধ হয়ে গিয়েছে জুট মিলের উৎপাদন |
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট রায়গঞ্জ ব্লকের ১১ নং বিরঘই অঞ্চলে চাল মিল ও সদ্য তৈরি হওয়া জুট মিলে উৎপাদন বন্ধ হয়ে আছে। কারণ শাকধুঁয়া গ্রাম সহ একাধিক গ্রামে গতকাল রাত থেকে লাগাতার লোডশেডিং।
দুই শিফটে প্রায় ৩০০ শ্রমিক ফিরে গেছে বলে দাবি জুট মিলের মালিক সুব্রত সরকারের।তিনি বলেন,গতকাল রাত ১ টা থেকে আজ সকাল ৯ টা পর্যন্ত টানা লোডশেডিং ছিল।এরপর বিদ্যুৎ আসলেও আবার লোডশেডিং শুরু হয়।বারবার দপ্তরে ফোন করেও লাভ হয়নি।তাই বাধ্য হয়ে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।তিনি বলেন,জেনারেটর চালিয়ে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা মেশিন চালানো যেতে পারে।ঘন্টার পর ঘন্টা চালানো সম্ভব নয়।এদিন মিলে কাজ না হওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ফিরে যান।