December 22, 2024

রাখি পূর্ণিমার আগের দিন বিদ্যালয়ে পালিত হলো রাখি বন্ধন উৎসব||

1 min read

রাখি পূর্ণিমার আগের দিন বিদ্যালয়ে পালিত হলো রাখি বন্ধন উৎসব||

প্রবাল সাহা রায়গঞ্জ আগামীকাল রাখি বন্ধন উপলক্ষে সরকারি নির্দেশিকা অনুযায়ী সমস্ত বিদ্যালয় গুলি বন্ধ থাকছে। এরই মাঝে রায়গঞ্জ চক্রের শিশু কল্যাণ বিদ্যালয়ে আজ বিদ্যালয়ের কচিকাঁচাদের নিয়ে ও পাড়া-প্রতিবেশী ,অভিভাবকদের সঙ্গে পালন করা হলো রাখি বন্ধন উৎসব।

 

সাংস্কৃতিক উৎসবে ঝামিল হতে পেরে খুদেদের সঙ্গে খুশি পাড়া প্রতিবেশীরাও। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবাল সাহা জানান খুবই সামান্য ছাত্রসংখ্যা নিয়েও আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার পাশাপাশি ভিন্ন সাংস্কৃতিক বোধগুলি গড়ে তোলার। রাখি পূর্ণিমার পূর্ণিমা লগ্ন না শুরু হলেও আজকের এই রাখি বন্ধন উৎসবটি মূলত আমাদের সংস্কৃতিতে শিশু মনে বাঁচিয়ে রাখা ও মানববন্ধনকে সুদৃঢ করার বার্তাকেই সামনে রেখেই আজ পালন করছি। ভবিষ্যতেও এরম সাংস্কৃতিক উৎসব পালন করার ইচ্ছে আছে বলেও জানান তিনি।

7 thoughts on “রাখি পূর্ণিমার আগের দিন বিদ্যালয়ে পালিত হলো রাখি বন্ধন উৎসব||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *