রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে মন্ত্রী সত্যজিৎ বর্মনকে সম্বর্ধনা|
1 min readরায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে মন্ত্রী সত্যজিৎ বর্মনকে সম্বর্ধনা|
প্রবাল সাহা রায়গঞ্জ জেলার অন্যতম বিধানসভার বিধায়ক রাজ্যের মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হচ্ছে সত্যজিৎ বর্মনকে। এদিন রায়গঞ্জের বিধান মঞ্চে পৌরসভার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর্স এর পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় শিক্ষা প্রতিমন্ত্রী কে।
পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার ও প্রশাসক মন্ডলী সদস্য সাধন বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন ভিত্তিক প্রশাসকেরাও। এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক তথা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর সমস্ত প্রশাসক মন্ডলী একত্রিত হয়ে তেরঙ্গা বর্ণের মালা পরিয়ে সংবর্ধনা জানান শিক্ষা প্রতিমন্ত্রী ও পিএসি চেয়ারম্যান কে। উপস্থিত কর্মী সমর্থকরা ছিল উচ্ছ্বসিত।