October 23, 2024

বাইক নিয়ে কালিয়াগঞ্জ থেকে লাদাখের পথে রওনা দিলেন সাতজন, রয়েছেন এক মহিলাও

1 min read

বাইক নিয়ে কালিয়াগঞ্জ থেকে লাদাখের পথে রওনা দিলেন সাতজন, রয়েছেন এক মহিলাও 

শুভ আচার্য  বাইক নিয়ে ঘুরে বেড়ানোর নেশা রয়েছে। মাঝে মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরতেও যান বাইক নিয়ে। এবার তাঁরা রাজ্য ছাড়িয়ে চলেছেন একেবারে অনেক দূরে। পাহাড়ের বুকে। লক্ষ্য লে-লাদাখ। আর সেই লক্ষ্যেই বেরিয়ে পড়লেন উত্তর দিনাজপুরের সাতজন।

তাঁদের মধ্যে রয়েছেন এক মহিলাও।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাইক রাইডারস নামে একটি গ্রুপও তৈরি করেছেন বাইক নিয়ে ঘোরার জন্য। সেই গ্রুপেরই ৬ জন যুবক ও ১ জন মহিলা এবার জম্মু-কাশ্মীরের লাদাখের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। রবিবার রাতে ৫ টি বাইক নিয়ে ৭ জন বাইক রাইডারস বয়রাকালী মন্দিরে পূজা দিয়ে লাদাখের উদ্দেশ্যে রওনা দেন। বাইক রাইডার্স গৌরভ নস্কর জানান, তাঁদের দলে থাকা ৭ জনের মধ্যে ৬ জনের বাড়ি কালিয়াগঞ্জে।

আর ১ জনের বাড়ি পতিরামে। লাদাখ যেতে ২০ থেকে ২৫ দিনের মতো লাগতে পারে ধরে নিয়ে তৈরি হয়েচেন সকলে। প্রথম দিনে বাইক চালিয়ে ৯ হাজার কিলোমিটার অতিক্রম করে লখনৌউতে পৌঁছনোর কথা। বৃষ্টি উপেক্ষা করেই তাঁরা যাত্রা শুরু করেন। এই যাত্রা যাতে সফল হয়, সেজন্য কালিয়াগঞ্জের সকল মানুষও প্রার্থনা করেন।

11 thoughts on “বাইক নিয়ে কালিয়াগঞ্জ থেকে লাদাখের পথে রওনা দিলেন সাতজন, রয়েছেন এক মহিলাও

  1. I moved on to Cooper Dr Check and O d 6 times in a year and a half on low dose estrogen estinyl estradiol to bring down my FSH. clomid 100 mg The reason more pregnancies are achieved with cd3 vs cd5 is that earlier use of clomid stimulates follicular stimulation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *