বিদ্যুতের মরন ফাঁদ,দৃষ্টি নেই পৌর সভা ও বিদ্যুৎ দপ্তরের
1 min readবিদ্যুতের মরন ফাঁদ,দৃষ্টি নেই পৌর সভা ও বিদ্যুৎ দপ্তরের
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৬জুলাই:রাজ্যে প্রায় প্রতিদিন বিদ্যুৎপিষ্ঠ হয়ে অনেক কচিকাঁচাদের প্রাণ চলে গেল তা থেকে শিক্ষা নেওয়াতো দূরের কথা আরো ডোন্ট কেয়ার ভাব নিয়ে এই সরকারের অধীনে যেমন পৌর সভা গুলি চলছে তেমনি ভাবে চলছে বিদ্যুৎ দপ্তর। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র এডিবি ব্যাংকের এটিএম শাখার সামনেই এমনি একটি বিদ্যুৎ ফাঁদ তৈরি হয়ে আছে যে ফাঁদে আবার হয়তো কোন মায়ের কোল খালি হলেও হতে পারে।
যে কোন সময় বাচ্চা ছেলেদের নজরে পড়লেই সর্বনাশ যে ঘটবেই এ কথা নিশ্চিত ভাবেই বলা যায়। কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহাকে একথা বলার সাথে সাথে তিনি এই প্রতিবেদককে বলেন তাকে এই খবরটি জানিয়ে সতর্ক করার জন্য অশেষ ধন্যবাদ জানিয়ে বলেন এখনই বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সেখানে পাঠিয়ে ঠিক করে দেবেন বলে জানান। পরবর্তীতে বিদ্যুৎ দপ্তরের কর্মী পাঠিয়ে ঠিক করে দেবার পৌর পিতা রাম নিবাস সাহা জানালেন একজন দায়িত্বশীল সাংবাদিকের ভূমিকা পালন করবার জন্য ধন্যবাদ জানান।