পাঁশকুড়ায় আদিবাসী সম্প্রদায়ের সেঁদরা পরব
1 min readপাঁশকুড়ায় আদিবাসী সম্প্রদায়ের সেঁদরা পরব
শান্তনু পানের রিপোর্ট ফলহারিনী কালী পূজো উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের সেঁদরা পরব অনুষ্ঠিত হয়। পাঁশকুড়া ব্লকের ক্ষিরাই, হাউর সহ বেশকিছু এলাকায় পশুশিকারের প্রচলন রয়েছে। তবে বর্তমানে আদালতের নির্দেশে পশুশিকার আইনত দন্ডনীয় অপরাধ।তাই বনদপ্তর কঠোর ভাবে পশুশিকার বন্ধের জন্য প্রচেষ্টা চালাচ্ছে।
পাঁশকুড়া ব্লক এলাকায় বনদপ্তর সেঁদরা পরবের আগে থেকেই মাইক প্রচার, পোষ্টার এবং সচেতনতার প্রচার করে চলছে।আজ বিভিন্ন জায়গা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এই সমস্ত রেলস্টেশন লাগোয়া এলাকাতে আসেন এবং বন থেকে পশু শিকার করেন। তাই পশু শিকার আটকাতে রবিবার বনদপ্তরের কর্মী ও ব্লক প্রশাসন কর্মী, জাকাত মাঝি পরগনার সদস্য, সিভিক ভলেন্টিয়াররা রেলস্টেশন ও জাতীয় সড়কে প্রচার ও বিভিন্ন গাড়িতে নাকাচেকিং করা হয়।বিভাগীয় বনাধিকারিক ডঃ অনুপম খাঁন বলেন – এ বছর আমরা এখনো পযর্ন্ত কাউকে পশু শিকার করতে দেইনি। চেষ্টা করছি কোনোভাবেই পশুদের মেরে ফেলা না হয়।
Riociguat Adempas a medicine that treats pulmonary arterial hypertension and chronic-thromboembolic pulmonary hypertension canadian pharmacy cialis 20mg 11,20,47,48 Tadalafil has not been shown to be associated with QT prolongation
If you buy Viagra online on the Internet or from online pharmacies, it may be easier for you to find the exact prescription drug you have been searching for cialis and priligy As in the other titration studies, patients were started on 50 mg and allowed to adjust the dose up to 100 mg or down to 25 mg of VIAGRA; all patients, however, were receiving 50 mg or 100 mg at the end of the study
I highly recommend this product п»їcialis
Buying large quantities for a short while can give you an advantage in the long term generic cialis vs cialis Changchang Wu, Sameer Agarwal, Brian Curless, Steven M
Initially, they did not use gonadotropins to stimulate ovulation natural cycle during the IVF cycle. clomid for men dosage
It is an alternative treatment for those who cannot tolerate these standard regimens Chaffins et al 1993, Peoples and Fivenson 1992, Yomada et al 1999. prednisone and doxycycline