উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার স্টেট ফাম কলোনি হাই স্কুলে কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী চুরি
1 min readউত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার স্টেট ফাম কলোনি হাই স্কুলে কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী চুরি
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার স্টেট ফাম কলোনি হাই স্কুলে কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী চুরি। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের প্রধান শিক্ষক কানাইয়া লাল কর্মকার জানান সকাল ছটার সময় আমাকে ফোন করে জানানো হয় স্কুলে চুরি গেছে এসে
দেখি সিসিটিভির ডিভিআর সহ কম্পিউটার চুরি গেছে। ওই স্কুলের এক কর্মী শিশির বিশ্বাস জানান মাস্টারমশাই সকালে ফোন করে জানান যে স্কুলে কি হয়েছে এসে দেখি স্কুলে লাইব্রেরী রুম যে কম্পিউটার সিটি চুরি গেছে সহকারী প্রধান শিক্ষকের রুমে তালা খোলা প্রধান শিক্ষকের রুমের যে সিসিটিভি ডিসিআর সেটাও চুরি গেছে ইসলামপুর থানায় কমপ্লেন দায়ের করা হয়েছে। স্কুলের গেটে তালা ভাঙ্গা জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে।