তিন মাসের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুৎ বিল সহ ১১ দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জ বিদ্যুৎ নিগমের অফিসে বিজেপির ডেপুটেশন
1 min readতিন মাসের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুৎ বিল সহ ১১ দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জ বিদ্যুৎ নিগমের অফিসে বিজেপির ডেপুটেশন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯মে:বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির উদ্যোগে কালিয়াগঞ্জ বিদ্যুৎ নিগমের দপ্তরে একটি জোরালো ডেপুটেশন দেওয়া হয়। জানা যায় তিন মাসের পরিবর্তে প্রতিমাসে বিদ্যুতের বিল জমা দেবার দাবিসহ ১১ দফা দাবি সম্বলিত একটি ডেপুটেশন বিদ্যুৎ নিগমের স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন দেওয়া হয।
১১ দফা দাবিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দাবিগুলো ছিল প্রতি তিন মাসের পরিবর্তে বিদ্যুৎ বিল প্রতিমাসে নিতে হবে,প্রতি ইউনিট বিদ্যুতের দাম কমাতে হবে,বিদ্যুৎ সংযোগ দেবার ক্ষেত্রে কাট মানি নেবার অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে,বকেয়া রাশি জমা নেবার ক্ষেত্রে সরলীকরণ করতে হবে,বিদ্যুৎ গ্রাহকদের সাথে অভদ্র আচরণ বন্ধ করতে হবে, কাঁকড়া মোড় বাজার পর্যন্ত বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করতে হবেকরোনা পরবর্তী সময়ে জনসাধারণের অর্থনৈতিক সমস্যার কথা মাথায় রেখে বিদ্যুতের বিল বকেয়া থাকলে অতিরিক্ত সময় দিতে হবে।
বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতির পক্ষ থেকে ডেপুটেশনের নেতৃত্ব দেন শহর মন্ডল সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌর সভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌরাঙ্গ দাস।বিদ্যুৎ নিগমের কালিয়াগঞ্জের স্টেশন ম্যানেজার আলি আহ্মেদ ডেপুটেশন গ্রহণ করে বলেন তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে সমস্ত কিছু জানাবেন দ্রুত সমস্যা সমাধানের জন্য।ডেপুটেশনে বিজেপির কালিয়াগঞ্জের নেতৃত্ব দের মধ্যে উপস্থিত ছিলেন 5 নম্বর ওয়ার্ডের বিজেপি কমিশনার গৌতম বিশ্বাস মহিলা নেত্রী দোলা মোদক মন্ডল সভাপতি তারিণী রায়,প্রশান্ত মিত্র সহ অনেকেই।ডেপুটেশনের পূর্বে কালিয়াগঞ্জ সুকান্ত মোড়ের দলীয় কার্যালয় থেকে একটি বিরাট মিছিল কালিয়াগঞ্জ স্টেশন বাজার চত্বরে বিদ্যুৎ দপ্তরে এসে একটি পথসভা অনুষ্ঠিত হয়।