January 7, 2025

রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার বিজেপির নির্বাচনী আহ্বায়ক পদে নিযুক্ত করলো কার্তিক পালকে

1 min read

রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার বিজেপির নির্বাচনী আহ্বায়ক পদে নিযুক্ত করলো কার্তিক পালকে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ২১এপ্রিল: কালিয়াগঞ্জের বিজেপি নেতা কার্তিক পালকে নির্বাচনী আহ্বায়ক পদে নিযুক্ত করে আসছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কাজ শুরু করে দিলো বিজেপি উত্তর দিনাজপুর জেলায়।আগামী ২০২৩ সালে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত এবং ২০২৪ সালে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকে উত্তর দিনাজপুর জেলায় বিজেপির সংগঠনকে মজবুত করতে বড়সর দায়িত্ব তুলে দিল বিজেপির বলিষ্ঠ সংগঠক কার্তিক পালের কাঁধে বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বাসুদেব সরকার।উত্তর দিনাজপুর জেলার বিজেপির সভাপতি বাসুদেব সরকার বলেন কালিয়াগঞ্জের বিজেপি নেতা কার্তিক পালের ভোট করার দক্ষতা প্রশ্নাতীত।

 

 

তিনি বলেন ২০২১শের বিধান সভা নির্বাচনে কার্তিক পাল দেখিয়ে দিয়েছেন বহিরাগত বিজেপি প্রার্থী সৌমেন রায়কে কি ভাবে সাংগঠনিক দক্ষতা কে কাজে লাগিয়ে একজন বহিরাগত প্রার্থীকে জয়ী করিয়ে অসম্ভবকে সম্ভব করিয়েছেন ।

 

শুধু তাই নয় বিধান সভা নির্বাচনের পর পৌর সভা নির্বাচনে উত্তরবঙ্গের পৌর সভাগুলির মধ্যে কালিয়াগঞ্জ পৌর সভায় ১৭টি আসনের মধ্যে ৬টি ওয়ার্ডে তৃণমূলের সাথে লড়াই করে পদ্ম ফুল ফোটাতেও কার্তিক বাবু নজির সৃষ্টি করেছেন।

\

তাই প্রকৃত একজন বিজেপির দক্ষ সংগঠকের হাতেই আহ্বায়কের মত দায়িত্ব তিনি তুলে দিয়েছেন বলে বাসুদেব বাবু জানান।সেই কারনেই কালিয়াগঞ্জের বিজেপি নেতা তথা বিজেপির উত্তর দিনাজপুর জেলার সাধারন সম্পাদক কার্তিক পালকে দল এবার বাড়তি উত্তর দিনাজপুর জেলার দায়িত্ব দিয়ে এখন থেকেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়ের পথ সুনিশ্চিত করতে চায়।

 

বিজেপি নেতা কার্তিক পাল এক সাক্ষাৎকারে বলেন দল তাকে অনেক বড় মুখ করে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে।তিনি একজন বিজেপির সৈনিক হিসাবে সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করবেন বলে জানান।

6 thoughts on “রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার বিজেপির নির্বাচনী আহ্বায়ক পদে নিযুক্ত করলো কার্তিক পালকে

  1. The Depot Museum houses several large collections of historic railroad artifacts, including antique railroad maintenance equipment and tools, dinnerware, signs and other railroadiana, plus stories and photographs of the men and women who built the railroad and whose lives were affected by it cialis buy

  2. Left untreated, stasis dermatitis can worsen over the years and cause the following. doxycycline online without prescription The 2014 Infectious Diseases Society of America IDSA skin and soft tissue guideline strongly recommends sulfamethoxazole trimethoprim, clindamycin, and tetracyclines as oral treatment options for patients with purulent SSTIs, especially when methicillin- resistant Staphylococcus aureus is of clinical concern.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..