উত্তর দিনাজপুর জেলা নির্বাচনী দপ্তরের উদ্দ্যোগে ভোটারদের সচেতন করতে প্রচার
1 min readউত্তর দিনাজপুর জেলা নির্বাচনী দপ্তরের উদ্দ্যোগে ভোটারদের সচেতন করতে প্রচার
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৪,এপ্রিল:সারা রাজ্যের সাথে তালে তাল মিলিয়ে ভোট উৎসবে উত্তর দিনাজপুর জেলায় জাতিধর্ম নির্বিশেষে সবাই মেতে উঠেছে।কিন্তূ একটি ভোটের মূল্য কতটা তা অনেকেই এখনো গুরুত্ব দেয়না।তাই একটি ভোটের মূল্য কতটা,আপনার একটি ভোট দেশ বা রাজ্যের ক্ষেত্রে কি বিশাল ভূমিকা তা নুতন করে মনে করিয়ে দিতে উত্তর দিনাজপুর জেলার প্রসাশন
জোর তৎপরতার সাথে মাঠে ময়দানে নেমে পড়েছে।প্রতিদিন শহর ও গ্রামের রাস্তায় ভোটের প্রচারে নামানো হয়েছে মাইকিংয়ের মাধ্যমে প্রচার।উত্তর দিনাজপুর জেলার জেলা সাশক জানান আমাদের উত্তর দিনাজপুর জেলার ভোটাররা অনেক সচেতন।তা স্বত্বেও আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে সাধারণ ভোটারদের সবাইকে তাদের একটি মূল্যবান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ গড়ার চরম মূল্যবান হাতিয়ারকে সবাই নিজের পছন্দের মানুষকে নির্বাচিত করার আহ্বান জানানো হচ্ছে।আমার বিশ্বাস জেলার সমস্ত সম্মানীয় ভোটদাতাগন সময় মত শান্তিপূর্ণভাবে নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোট টি দেবার জন্য আবেদন জানানো হচ্ছে।