October 30, 2024

একসময়ের ব্রিটিশদের চর আজ জনসংঘ থেকে বিজেপিতে পরিণত হয়েছে, এদেরকে একটি ভোটও নয়-অর্পিতা

1 min read

একসময়ের ব্রিটিশদের চর আজ জনসংঘ থেকে বিজেপিতে পরিণত হয়েছে, এদেরকে একটি ভোটও নয়-অর্পিতা

পন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৪,এপ্রিল: বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ বাজারের ফোয়ারা মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি পথসভা অনুষ্ঠিত হয়।পথসভার প্রধান বক্তা তৃণমূলের রাজ্য সভার সাংসদ অর্পিতা ঘোষ তার বক্তব্যে বলেন একসময়কার ব্রিটিশদের চর জনসঙ্ঘ থেকে বিজেপিতে যে দলের সৃষ্টি তাকে একটি ভোটও নয়।এদের বাংলার কোন কৃষ্টি,সংস্কৃতি সম্পর্কে ধ্যান ধারণা নেই।এরা চেনেনা,সুভাষ চন্দ্রকে,বিদ্যাসাগরকে,রাজা রামমোহনকে।এরা নাকি সোনার বাংলা করবে পশ্চিম বঙ্গকে?বিজেপি শাসিত ১৭টি রাজ্যের কয়টি সোনার বাংলা করেছে আমরা সবাই তা জানি।যারা গান্ধীজীর হত্যাকারী নাথুরাম গডসের মর্মর মূর্তি স্থ্যাপন করে শ্রদ্ধা জানায় তাদের কাছে আমাদের সংস্কৃতির পাঠ নিতে হবে?যারা পেট্রল,ডিজেলের দাম,গ্যাসের দাম প্রতিদিন বৃদ্ধি করে

দেশের মানুষদের নাজেহাল অবস্থা করে ছাড়ছে তাদের মুখে সোনার বাংলার কথা মানায় না।এ যেন ভুতের মুখে রামনামের কথা।তিনি বলেন পশ্চিমবঙ্গে নাকি নারীদের সন্মান নেই।উত্তর প্রদেশে যে ভাবে প্ৰতি মুহূর্তে নারীদের ইজ্জত লুঠ করা হচ্ছে তাদের মুখে পশ্চিম বঙ্গের নারীদের সম্মানের কথা মানেই মিথ্যার বেসাতি গাওয়া ছাড়া আর কিছুই নয়।এখানে মহিলারা সম্মানের সাথে বসবাস করে।এরা প্রচার করছে তৃণমূলের মা মাটি মানুষের সরকার নাকি আসছে না,বিজেপি নাকি এই রাজ্যের ক্ষমতায় আসছে।পশ্চিম বঙ্গের মানুষ বুর্বক নয়।

তারা কোনটা ভালো আর কোনটা খারাপ বিজেপির নেতাদের কাছ থে শিখবে না।আমাদের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যেসব পরিকল্পনা গ্রহণ করেছে তা শুধু এই রাজ্য নয় এই দেশ নয় সারা পৃথিবীতে পুরস্কৃত হয়েছে যা কোন রাজ্যের ইতিহাসে এত ভালো কাজ কেও করেনি।তিনি বলেন আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের ঘরে ঘরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রতিটি মানুষের উপকার করেছে।জন্ম থেকে মৃত্যু প্রতিটি ক্ষেত্রেই সবাই উপকৃত।তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে কালিয়াগঞ্জের তৃণমূলের প্রার্থী তপন দেবসিংহকে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে কালিয়াগঞ্জের উন্নয়ন করতে সহযোগিতা করবেন বলে সবার প্রতি আবেদন জানান।পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের নেতা দিলীপ কুন্ডু।সভায় সঞ্চালকের ভূমিকায় ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক মন্ডলীর অন্যতম সদস্য ঈশ্বর রজক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *