October 30, 2024

এলাকায় শান্তি বজায় রাখতে কালিয়াগঞ্জে শুরু হয়েছে প্রশাসনিক জোর তৎপরতা-

1 min read

এলাকায় শান্তি বজায় রাখতে কালিয়াগঞ্জে শুরু হয়েছে প্রশাসনিক জোর তৎপরতা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ১৩,এপ্রিল: কোচবিহারের শীতল কুচির ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভোটের আগে ও মাঝে কোন ভাবেই শান্তি বিঘ্নিত না হয় তার জন্য কালিয়াগঞ্জের পুলিশ প্রশাসন জোর তৎপরতা শুরু করে দিয়েছে।কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রে আগামী ২২শে এপ্রিল ভোট গ্রহণ।সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর সাথে কালিয়াগঞ্জের পুলিশ প্রশাসন মিলিত উদ্দ্যোগে নিয়মিত রুট মার্চ এবং নাকা চেকিং করে চলেছে।ইতিমধ্যেই কালিয়াগঞ্জ শহরের এক যুবককে অবৈধ আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার করে।

কালিয়াগঞ্জের স্পর্শকাতর এলাকা গুলিতে ভোটারদের মধ্যে সাহস জোগানোর জন্য বিভিন্ন চিহ্নিত বুথে বুথে কালিয়াগঞ্জ থানার পুলিশ এলাকায় গিয়ে টহল দিচ্ছে বলে জানা যায়।কালিয়াগঞ্জ বিধান সভা এলাকার পঞ্চায়েত নির্বাচনে ২০১৮ সালে ব্যপক অশান্তির ঘটনা ঘটায় সেটা মাথায় রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে কালিয়াগঞ্জ থানার আই সি সূত্রে জানা যায়।জানা যায় কালিয়াগঞ্জ থানার তিলগাঁও ফতেপুরে দিনরাত ২৪ঘন্টা চলছে অবৈধ অস্ত্র ও অর্থ লেনদেন রুখতে জোর নাকা তল্লাশি।কালিয়াগঞ্জ বিধান সভার অধীন মোট ১০টি পঞ্চায়েত ও একটি পৌর সভা নিয়ে বিধান সভা ক্ষেত্র।এর মধ্যে তিনটি গ্রাম পঞ্চায়েত ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা।কালিয়াগঞ্জ বিধান সভা এলাকায় মোট ভোট দাতার সংখ্যা ২লক্ষ,৮২হাজার ১০১জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *