কালিয়াগঞ্জের ১৩নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী দপ্তরের উদ্বোধন করলেন প্রার্থী সৌমেন রায়
1 min readকালিয়াগঞ্জের ১৩নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী দপ্তরের উদ্বোধন করলেন প্রার্থী সৌমেন রায়
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৪এপ্রিল:বুধবার সন্ধ্যয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ৩৪নম্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জে বিজেপির নির্বাচনী দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন বিজেপি প্রার্থী সৌমেন রায়।তার সাথে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি ভবানী চরণ সিংহ,বিজেপি নেতা তথা কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌরপিতা কার্তিক চন্দ্র পাল,বিজেপির উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার সভাপতি গৌতম বিশ্বাস,বিজেপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি নিতাই মহন্ত,শিবা মহন্ত,
রাজু মহন্ত সহ অনেকেই।নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পর বিজেপি প্রার্থী সৌমেন রায় উপস্থিত জনগনের উদ্দেশ্যে বলেন আপনারা আমাকে কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্র থেকে জয়যুক্ত করলে কালিয়াগঞ্জের অসম্পূর্ণ কাজগুলি দ্রুততার সঙ্গে সম্পন্ন করবো বলে প্রতিশ্রুতি দেন।তিনি উপস্থিত সবার সাথে পরিচয় করেন।সৌমেনবাবু বলেন সময় একদম হাতে নেই বললেই চলে।
এর মধ্যেই কালিয়াগঞ্জ শহরে একদিকে যেমন তার প্রচারে আসছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,তেমনি রোড শো করবার জন্য আসছেন ভারতবর্ষের বিশিষ্ট অভিনেতা তথা বাংলার সবার প্রিয় মিঠুন চক্রবর্তী।তিনি সবাইকে জনসভা ও রোড শোতে উপস্থিত থাকবার জন্য অনুরোধ করেন।