নির্বাচনের মুখে বিজর্পির উত্তর দিনাজপুর জেলা সভাপতির পদের পরিবর্তন,বিশ্বজিৎ লাহিড়ীর পরিবর্তে এলেন বাসুদেব সরকার:
1 min readনির্বাচনের মুখে বিজর্পির উত্তর দিনাজপুর জেলা সভাপতির পদের পরিবর্তন,বিশ্বজিৎ লাহিড়ীর পরিবর্তে এলেন বাসুদেব সরকার
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৩ এপ্রিল:মঙ্গলবার হটাৎ করেই বিধানসভা নির্বাচনের মুখে উত্তর দিনাজপুর জেলার বিজেপির সভাপতি তথা কাজের মানুষ বিশ্বজিৎ লাহিড়ীকে তার পদ থেকে সরিয়ে দিয়ে তার স্থলে বাসুদেব সরকারকে দায়িত্ব দেয়া হয়।মঙ্গলবার কলকাতা থেকে একটি চিঠি আসে যাতে লিখা হয় রাজ্য বিজেপি সভাপতির নির্দেশে বিজেপির রাজ্য সহ সভাপতি প্রতাপ ব্যানার্জীর স্বাক্ষর সম্বলিত একটি নির্দেশে উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে তার পদ থেকে সরিয়ে তার জায়গায় বাসুদেব সরকারকে নুতন উত্তর দিনাজপুর জেলার বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া হল।যদিও বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন তিনি বর্তমানে ইসলামপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সাথে রোড শোর প্রচারে আছেন বলে জানান।বিশ্বজিৎ বাবু বলেন দল যাকে যোগ্য মনে করেছেন তাকেই দায়িত্ব দিয়েছে।
তিনি নুতন দায়িত্বপ্রাপ্ত সভাপতি বাসুদেব সরকারকে অভিনন্দন জানান। বাসুদেব সরকার নুতন দায়িত্ব পাবার পর তাকে বিভিন্ন স্থান থেকে অভিনন্দন বার্তা পাঠাচ্ছেন বলে জানা যায়। তবে অনেকেই বলছে ভরা নির্বাচনী প্রচারের মাঝে এখনই পরিবর্তন না করাই ভালো ছিল।কদিন পর পরিবর্তন করলে কোন ভাগবত অশুদ্ধ হতনা।তড়িঘড়ি করে না করে নির্বাচনের পরেই করা যেত বলে অনেকেই মনে করছে।তবে বিশ্বজিৎ লাহিড়ী বিজেপির জেলা সভাপতির দায়িত্ব নেবার পর থেকে উত্তর দিনাজপুর জেলায় বিজেপির সংগঠন যে মজবুত হয়েছে তা নিঃসন্দেহে বলা যেতে পারে বলে অনেকেই মন্তব্য প্রকাশ করেন।