দিদি,আগামী ২রা মের জন্য পদত্যাগ পত্র তৈরি করুন।মহামান্য রাজ্যপালের কাছে দিতে হবে–অমিত শা
1 min readদিদি,আগামী ২রা মের জন্য পদত্যাগ পত্র তৈরি করুন।মহামান্য রাজ্যপালের কাছে দিতে হবে–অমিত শা
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১২এপ্রিল:দিদি,আগামী ২রা মে পরীক্ষার ফল প্রকাশ হবে পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনের।মহামান্য রাজ্য পালের কাছে পদত্যাগ পত্র জমা দিতে হবে।তাই তৈরি করে রাখুন।উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধান সভার মহারাজা হাইস্কুল।ময়দানে বিজেপি প্রার্থী চাদিমা রায়ের সমর্থনে এক নির্বাচনী জনসভায় সোমবার ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা এই কথাগুলি বলেন।
তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্ররোচনা মূলক কথাবার্তা বলে দলের সমর্থকদের উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে যা কোন ভাবেই সমর্থন যোগ্য নয়।এই সমস্ত কারনের ফলে শীতলকুচিতে পাঁচটি তরতাজা প্রাণ চলে গেল।আমরা চাইনা নির্বাচনে কোন মায়ের কোল খালি হোক।
।স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা বলেন কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের সময় দীর্ঘদিন ধরেই দেশের আইন অনুসারে কাজ করে থাকে।এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর জানা দরকার।তিনি বলেন এবারের নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে বাংলাকে প্ৰকৃত অর্থেই সোনার বাংলা বানানো হবে।এটা আমাদের মুখের কথা নয়।কাজ করে দেখানো হবে বলে তিনি জানান।এদিন বক্তব্য রাখেন কেন্দ্রীয় সরকারের রাষ্ট্র মন্ত্রী দেবশ্রী চৌধরী,বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।উপস্থিত ছিলেন জেলা প্রভারী টি এন সিং,বিধানসভা ও মন্ডলের অন্যান্য কার্যকর্তা গন।