প্রচারে নিষেধাজ্ঞার প্রতিবাদে ধর্নায় বসছেন মমতা
1 min readপ্রচারে নিষেধাজ্ঞার প্রতিবাদে ধর্নায় বসছেন মমতা
নির্বাচনী প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার গাঁধী মূর্তির নীচে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিজ্ঞপ্তি জারির পর টুইট করে একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। টুইটে তৃণমূল নেত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদে আমি বেলা ১২ টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসছি।’তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সোমবার রাতে এই বিজ্ঞপ্তি জারি করেছে তারা। কমিশন জানিয়েছে, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কোনও রকমের নির্বাচনী প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, প্ররোচনামূলক বক্তৃতার অভিযোগে মমতাকে পাঠানো নোটিশের জবাবে তারা সন্তুষ্ঠ নয়। সে কারণেই এই নিষেধাজ্ঞা।তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বারাসত, বিধাননগর, হরিণঘাটা ও কৃষ্ণগঞ্জে মুখ্যমন্ত্রীর সভা করার কথা ছিল।কিন্তু সেই সভা তাঁর বাতিল হল। কমিশনের এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”পক্ষপাতদুষ্ট কমিশন বিজেপি-র শাখা সংগঠন। ইভিএমে এর জবাব দেবে মানুষ।” দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘১২ তারিখ গণতন্ত্রের কালো দিন।’১৭ তারিখ রাজ্যে পঞ্চম দফার নির্বাচন।নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গত শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে দ্বিতীয়বার নোটিশ পাঠায় কমিশন। কেন গত ২৮ মার্চ এবং ৭ এপ্রিল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য করেছিলেন তিনি তা জানতে চাওয়া হয় ওই নোটিশে। এই প্রসঙ্গে মমতা বলেছিলেন, ‘একটা কেন ১০টা নোটিশ পাঠাতে পারেন আমাকে।’ ২৪ ঘণ্টার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন। এই নিষেধাজ্ঞা জারি যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।প্রসঙ্গত, গত ৩ এপ্রিল নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংখ্যালঘু ভাইবোনদের কাছে হাত জোড় করে বলছি, বিজেপির কাছ থেকে যে শয়তানরা টাকা নিয়েছে, তাদের কথা শুনে সংখ্যালঘু ভোট ভাগ করবেন না। মমতার মন্তব্যের জেরে নির্বাচন কমিশনে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির নেতৃত্বে অভিযোগ জানায় প্রতিনিধি দল। তার জেরে তৃণমূল সুপ্রিমোকে নোটিশ পাঠায় কমিশন। এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব সন্তোষজনক নয় বলে জানাল কমিশন।