October 30, 2024

চোপড়ার সুভান্দী গছ এলাকায় জলাশয় থেকে মৃত অবস্থায় নীলগাই উদ্ধার।

1 min read

চোপড়ার সুভান্দী গছ এলাকায় জলাশয় থেকে মৃত অবস্থায় নীলগাই উদ্ধার।

সুবল গোপ, চোপড়া:- চোপড়ার লোকালয়ে নীলগাই, চাঞ্চল্য এলাকায়। সোমবার সকাল দশটা নাগাদ চোপড়া মাঝিয়ালী অঞ্চল এলাকায় চা বাগানে একটি নীলগাই দেখা যায়। এরপর এলাকার চা শ্রমিকরা কৌতুহলী হয়ে হরিণ ভেবে ওই বন্য পশুটিকে দেখার জন্য দৌড়ো দৌড়ি করে কাছে গেলে দ্রুত গতিতে ছুটতে ছুটতে ওই নীল গাইটি গোয়ালটলি এলাকায় ক্যানাল দিয়ে দৌড়তে দৌড়তে চন্দনী ডাঙ্গা হয়ে সুকদেবপুর ডাউক নদী এলাকায় চলে যায়। খবর পেয়ে বিভিন্ন গ্রাম থেকে প্রচুর মানুষ ছুটে যায় ঐ নীলগাই টি দেখার জন্য। খবর পেয়ে তৎক্ষণাৎ

পুলিশ ওই এলাকায় ছুটে যায় নিলগাইটি রক্ষার জন্য। এরপর দুপুর বারোটার পর ওই নিলগাই টি ডাউক ব্যারেজ সংলগ্ন সুভান্দী গছ এলাকায় ডাউক নদীর জলে মৃত অবস্থায় ওই নিলগাইটি উদ্ধার হয়। গ্রামবাসীদের সহযোগিতায় ওই নীল গাইটিকে জল থেকে ডাঙ্গায় তোলা হয়।

 

মৃত নিল গাইটির মাথা থেকে তখনো রক্ত ঝরতে দেখা যায়। পুলিশের পক্ষ থেকে বনদপ্তরে খবর দেওয়া হয়। উল্লেখ্য গত বছরও এই এলাকায় একটি নীলগাই এসেছিল। অবশেষে সেটি ডাউক নদীতে নেমে গেলে গ্রাম বাসীরা ধরে ফেলে চোপড়া বন দপ্তরের হাতে তুলে দেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *