October 30, 2024

ইটাহারে দুই ফুলের লড়াইয়ে জোড়া ফুলের পথের কাঁটা হয়ে সামনে এলো অমল আচার্য-

1 min read

ইটাহারে দুই ফুলের লড়াইয়ে জোড়া ফুলের পথের কাঁটা হয়ে সামনে এলো অমল আচার্য-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১২এপ্রিল:উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধান সভা কেন্দ্রের দুইবারের জয়ী তৃণমূল বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল দলের চেয়ারম্যান অমল আচার্য ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে তিনি।এবার ইটাহার থেকে বিধায়কের টিকিট থেকে বঞ্চিত হবেন।কারন অমল আচার্য সেই স্তরের তৃণমূল নেতা যিনি একাধারে পরিষদিয়ে সচিব ছিলেন একসময়,ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের জেলা সভাপতি।এছাড়াও উত্তর দিনাজপুর জেলার তৃণমূল দলের একজন দক্ষ সংগঠকও বটে।সেই অমল আচার্যের স্থানে অমল আচার্যের শিষ্য মোশারফ হোসেনের নাম যেদিন তৃণমূল নেত্রী ঘোষণা করেন সেইসময় ইটাহারের তৃণমূল সমর্থকেরা ডুকরে ডুকরে কাঁদছিল অমল বাবুকে প্রার্থী না করার জন্য।অমল আচার্য ভেবেছিলেন।এটা আবার হয়নাকি।অমল আচার্য্য ভেবেছিলেন।হয়তোবা ভুল হতে পারে।

কিন্তূ দুদিন পরেই অমল বাবুর সেই ভুল ভেঙে গিয়েছিল।উত্তর দিনাজপুর জেলার রাজনীতিতে তৃণমূল দলের একজন জবরদস্ত নেতা।ইটাহারের তৃণমূল প্রার্থী মোশারফ হোসেনের নাম ঘোষণা হবার দিন কয়েক পর ইটাহারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সহ সমস্ত স্তরের নেতাদের নিয়ে ভবিষ্যত কর্মপন্থা ঠিক করেন। তারা মোশারফ হোসেনকে ইটাহার বিধানসভা কেন্দ্রে হারিয়ে উচিৎ শিক্ষা দিতে ইটাহারের তৃণমূলের অধিকাংশ সদস্যরা বিজেপিতে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর হাত থেকে গেরুয়া পতাকা গ্রহন করে।ইটাহারের তৃণমূলের জনপ্রিয় নেতা অমল আচার্যের বিজেপিতে

 

যোগদানের অর্থই হল ইটাহারের বিজেপি প্রার্থী অমিত কুন্ডুর যে জয়ের রাস্তা মসৃন হল এটা এলাকার সাধারণ মানুষের বক্তব্য।ইটাহারের বেতাব বাদশা দীর্ঘদিনের অভিজ্ঞ ও পৌঁরখাওয়া নেতা অমল আচার্য বলেন ইটাহারের খেল খতম। অমল বাবু বলেন পঞ্চায়েতের ছাপ্পা ভোটের স্বপ্ন নিয়ে এবারও ভাবছে তাই হবে।তিনি বলেন সেগুড়ে বলি।ছাপ্পা ভোটের উপর ভরসা করে বসে আছে।সেসব দিন অতীত।তিনি বলেন এলাকার উন্নয়নে আমি কোন কাজটা করিনি।

 

ইটাহার কি ছিল কি করা হয়েছে।মানুষের জন্য কাজ করেছি কিন্তূ তৃণমূলের সুপ্রিমো আমাকে যোগ্য সন্মান দিলনা।আসলে তৃণমূলের দলটা আপাদমস্তক উপর থেকে গ্রাস রুট পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে।এই দলের বিদায় যত তাড়াতাড়ি হয় ততই সমাজের ও রাজ্যের পক্ষে মঙ্গল।মানুষ এদের উপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছে।এই মুহূর্তে এই রাজ্যে একটি দুর্নীতিমুক্ত সরকারের প্রয়োজন।আর সেটা একমাত্র করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় বিজেপি সরকার।এক প্রশ্নের উত্তরে বলেন ইটাহার বিধান সভা নির্বাচন ক্ষেত্রে আমাদের বিজেপির প্রার্থী অমিত কুন্ডু যে জনতা জনার্দনের আশীর্বাদ পেয়ে জয়ী হবে তা নিশ্চিত ভাবেই বলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *