ছয় দফা ভোটেই বিজেপির ম্যাজিক ফিগার আসছে বিজেপির ঝুলিতে-
1 min readছয় দফা ভোটেই বিজেপির ম্যাজিক ফিগার আসছে বিজেপির ঝুলিতে-শুভেন্দু
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১১এপ্রিল:ছয় দফা ভোটেই পশ্চিমবঙ্গ শাসনের ম্যাজিক ফিগার দখল করতে চলেছে।রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিধান সভার বিজেপির প্রাথী সৌমেন রায়ের সমর্থনে গোয়ালপাড়ায় এক ভিড়ে উপচে পড়া নির্বাচনী জনসভায় এই কথা বললেন বিজেপির লড়াকু নেতা নন্দীগ্রামের রাজপুত্র শুভেন্দু অধিকারী শুভেন্দু বাবু তার বক্তব্যে বলেন আমরা
এবার প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির সহায়তায় এই রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা করে পরিবর্তনের পরিবর্তন করে এই রাজ্যের মানুষদের একটি স্বচ্ছ সরকার দিতে চলেছি। আমরা প্রতিজ্ঞাবব্ধ।সরকার আসার সাথে সাথে চালু হবে এস এস সি পরীক্ষার ব্যবস্থা।সরকারের বিভিন্ন দপ্তরে যে সাড়ে সাত লক্ষ পদ খালি আছে সেখানে যাতে এই রাজ্যের বেকার যুবকরা প্ৰকৃত সরকারি চাকরির সাধ পায় তার ব্যবস্থা করা হবে।
শুভেন্দু অধিকারী বলেন তাই আপনাদের কাছে আমার বিশেষ আহ্বান আপনার ভোট টি এবার তৃণমূল বা সংযুক্ত মোর্চার কোন প্রার্থীকে না দিয়ে আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার হতে চলেছে সেই দলের প্রার্থী সৌমেন রায়কে দিয়ে ডাবল ইঞ্জিনের সরকারকে মজবুত করবেন বলেই আমার দৃঢ় বিশ্বাস।নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধরী,উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি গৌতম বিশ্বাস,রানা প্রতাপ ঘোষ, নির্মল দাম,কার্তিক পাল,গৌরাঙ্গ দাস,নিমাই কবিরাজ,কমল সরকার ও জেলার মহিলা নেত্রী দোলা মোদক।