কালিয়াগঞ্জ (তপ) সংরক্ষিত বিধান সভা কেন্দ্রে মোট প্রাথীর সংখ্যা দশ-
1 min readকালিয়াগঞ্জ (তপ) সংরক্ষিত বিধান সভা কেন্দ্রে মোট প্রাথীর সংখ্যা দশ-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৯ এপ্রিল:উত্তর দিনাজপুর জেলায় আগামী ২২শে এপ্রিল বিধান সভা নির্বাচনে ৩৪নম্বর (তপশীলি) সংরক্ষিত কালিয়াগঞ্জ বিধানসভা আসনে মোট দশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতার আসনে নেমেছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।আগামী ২২শে এপ্রিল এই দশ জনের ভাগ্য নির্ধারণ করবার প্রস্তুতি নিচ্ছেন ২লক্ষ ৮২হাজার ১০১জন কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত
৮টিগ্রাম পঞ্চায়েত, রায়গঞ্জ বিধানসভার ২টি গ্রাম পঞ্চায়েতের জনতা জনার্দনের সাথে কালিয়াগঞ্জের ১৭ টি পৌর ওয়ার্ডের জনতাজনার্দন।কালিয়াগঞ্জ (তপ)সংরক্ষিত বিধান সভা ক্ষেত্রে তৃণমূলের প্রার্থী তপন দেবসিংহ,বিজেপির প্রার্থী সৌমেন রায়,জাতীয় কংগ্রেসের প্রার্থী,প্রভাস সরকার,এসইউসিআই প্রার্থী গোপাল চুনারী,আমরা বাঙালির প্রার্থী নমলা কান্ত সরকার,নির্দল প্রার্থী হিসবে পেশায় উকিল অলেন সরকার।