উত্তর দিনাজপুর জেলার নটি বিধানসভা আসনেও এবার পদ্মফুল ফুটবে। জানিয়ে দিলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির সাধারণ সম্পাদক বাসুদেব সরকার
1 min readউত্তর দিনাজপুর জেলার নটি বিধানসভা আসনেও এবার পদ্মফুল ফুটবে। জানিয়ে দিলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির সাধারণ সম্পাদক বাসুদেব সরকার
তনময় চক্রবর্তী সারা পশ্চিমবঙ্গে সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার নটি বিধানসভা আসনেও এবার পদ্মফুল ফুটবে। জানিয়ে দিলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির সাধারণ সম্পাদক বাসুদেব সরকার। তিনি বলেন বিজেপির প্রতি মানুষের যে আস্থা সারা দেশের জনগণ যেমন দেখিয়েছে বিজেপির যে উন্নয়নমূলক কাজ সেই কাজের অংশীদারিত্ব বাংলা লোকেরাও পেয়েছে। সে জনধন একাউন্ট এ করোনা মহামারীর সময় কেন্দ্রীয় সরকার দ্বারা আর্থিক সাহায্য, মহামারীর সময় তাদের বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছানো বিনামূল্যে গ্যাসের বন্দোবস্ত করা।
শুধুমাত্র বিজেপি রাজনীতি করার জন্য রাজনীতি করে না সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা সাধারণ মানুষের সুবিধা সাধারণ মানুষের নিরাপত্তা সাধারণ মানুষের সুরক্ষা তাদের সাথে বিজেপি ওতো প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে। আর তার উদাহরণ লাস্ট করোনাকালে সারাদেশে সাথে সাথে পশ্চিমবঙ্গে র মানুষ পেয়েছে। বাসুদেব বাবু আরো বলেন, যারা মানুষের বিপদে-আপদে মানুষের পাশে থাকে তাদের পাশেই রয়েছে এবার বাংলার মানুষ। এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা। উত্তর দিনাজপুর জেলায় আগামী ২২ শে এপ্রিল ইভিএম বাক্সে এখানকার সাধারন মানুষরা তার প্রতিফলন দেখাবে। তিনি বলেন ১০ বছর ধরে সরকার চালিয়ে তারপর যখন সরকারকে জনগণের দুয়ারে নিয়ে যেতে হয় সরকার গঠনের পরেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি একশ শতাংশ কাজ করে ফেলেছি তাহলে কোনটা ঠিক। উনি ১০০ শতাংশ কাজ করে ফেলেছে সেটা ঠিক না কাজ হয়নি বলে জনগণের দুয়ারের সরকারকে যেতে হচ্ছে। কোনটা ঠিক তার উত্তর মাননীয়া দিবেন। বাসুদেব বাবু বলেন উত্তর দিনাজপুর জেলার নয়টি আসনের জন্য একাধিক ব্যক্তি আবেদন করেছিলেন বিধায়কের পদপ্রার্থী হওয়ার জন্য। আমরা সারা পৃথিবীর মধ্যে সর্ব বৃহৎ রাজনৈতিক দল। এবং গণতান্ত্রিক দল। এই দলের একজন প্রাথমিক সদস্য পদ প্রার্থীর জন্য আবেদন করতে পারেন। ১০থেকে ১৫ জন আবেদন করেছে একটি বিধানসভা কেন্দ্রের জন্য। টিকিট পাবে তো একজন। সামরিক তাদের মধ্যে তাদের মধ্যে ক্ষোভ জন্ম নিয়েছে এবং একটার সময় তারা যখন উপলব্ধি করতে পেরেছে তখন সেটা মিতেও গেছে। তিনি বলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির সমস্ত কার্য কর্তারা বুথে বুথে গিয়ে গিয়ে প্রার্থীকে জেতানোর জন্য কাজ করে চলছে।তিনি বলেন তাদের পার্থী পদ্ম ফুল।তাই পদ্ম ফুল কে জেতাতে এখন দিন রাত পরিশ্রম করে চলছে জেলা বিজেপির কর্মকর্তা রা