কৃষক আন্দো লনের সভা করতে এসে বিজেপিকে একটিও ভোট না দেবার আহ্বান জানালেন কৃষক নেতা যোগেন্দ্র যাদব
1 min readকৃষক আন্দো লনের সভা করতে এসে বিজেপিকে একটিও ভোট না দেবার আহ্বান জানালেন কৃষক নেতা যোগেন্দ্র যাদব
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৭এপ্রিল:বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোরে উত্তরবঙ্গ কৃষক মহাপঞ্চায়েতে র উদ্দ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়।এই সভায় কৃষক আন্দোলনের নেতা যোগেন্দ্র যাদব বিধান সভা ভোটের মুখে কোন একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন ভোটের সময় চিন্তা করে একটি ভোট ও বিজেপিকে দেবেন না বলে উপস্থিত
জনগনের কাছে আহ্বান জানান।তিনি বলে আমাদের দেশের কৃষক যেখানে মোদি সরকারের কালা কৃষক আইন বাতিলের জন্য অনশন করেছে সেখানে পশ্চিমবঙ্গ দখল করবার জন্য আমাদের প্রধান মন্ত্রী ব্যাস্ত হয়ে পড়েছেন। দেশের কৃষক ১৩০ দিন ধরে আন্দোলন করছে সে দিকে কোন ভ্রূক্ষেপ নেই।সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেধা পাটেকার,দর্শন পাল, তেজেন্দ্র সিং বল,
তেজন্দ্র সিংহ ভিরখ শ অনেকেই।অনেককেই বলতে শোনা যায় কৃষক আন্দোলনের নেতৃত্ব কৃষক আন্দোলন ছেড়ে পশ্চিমবঙ্গের কোন একটি দলের হয়ে ভোটের প্রচারে নেমে কি করে বিজেপি সম্পর্কে ভোট না দেবার আহ্বান জানাচ্ছেন।তাহলে কি তৃণমূল কৃষক আন্দোলনের বহিরাগত নেতাদের নির্বাচনের ময়দানে নামিয়েছেন,প্রশ্ন সবার।