আজ ই বিজেপি তে যোগ দিচ্ছেন ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য
1 min readআজ ই বিজেপি তে যোগ দিচ্ছেন ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্য
তন্ময় চক্রবর্তী একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। যা ইটাহার বাসী দেখতে চলছেন। উত্তর দিনাজপুর জেলায় ভোট আগামী ২২ শে এপ্রিল ষষ্ঠ দফায়। যে সময় দাঁড়িয়ে উত্তর দিনাজপুর জেলায় নটি বিধানসভা কেন্দ্রে প্রতিটি রাজনৈতিক দলগুলো জোর কদমে ব্যস্ত হয়ে পড়েছে ময়দানে খেলতে। সেই সময় দাঁড়িয়ে ইটাহার বিধানসভা কেন্দ্রে নতুনভাবে খেলা শুরু করে দিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কমিটির চেয়ারম্যান অমল আচার্য। আজ সবকিছু ঠিকঠাক থাকলে তিনি তার অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন। আর এতেই ইটাহার বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনকে যে যথেষ্ট বেকায়দায় ফেলবে বিজেপি তা নিঃসন্দেহে বলা যেতে পারে। উল্লেখ্য ২০১১ সালে বিধানসভা নির্বাচনের মুখে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অমল আচার্য। সেইবার ঘাসফুলের প্রতীক নিয়ে ভোটে জিতে প্রথম বিভাগ হয়েছিলেন তিনি। তার পরের বছরই অমল আচার্য কে দলের উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি পদে বসান বলে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘদিন সভাপতির দায়িত্ব সামলে জেলায় তৃণমূলের সংগঠনের বৃদ্ধির কাজ চালিয়ে গেলেও গত লোকসভা ভোটের পর সভাপতির পদ থেকে সরিয়ে দেয়া হয় তাকে। পরপর দুইবার ঘাসফুলের প্রতীক নিয়ে ভোটে জিতে বিধায়ক হলেও এবার অমল আচার্য কে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেনি। টিকিট না পাওয়ার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে অমল আচার্য এর। অমল বাবুকে প্রার্থী না করার জন্য ব্যাপক ক্ষোভ দেখা দেয় তার অনুগামীদের মধ্যে। অনুগামীরা তাকে হয় নির্দল নয়তো বিজেপিতে যোগ দিয়ে ভোটে দাঁড়ানোর পরামর্শ দেন। তখন থেকেই নানান রকম গুঞ্জন শুরু হয় এটা রাজনৈতিক মহলে। এবার সেই গুঞ্জনের অবসান ঘটতে চলছে। কর্মী সমর্থক ও অনুগামীদের দাবি মেনে তিনি গেরুয়া শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে অমলবাবুরও নিষ্ঠুর সূত্রে জানা গিয়েছে। জানা যাচ্ছে তার এই যোগদান কর্মসূচিতে থাকতে পারেন ইটাহার বিধানসভার বিজেপি প্রার্থী সহ কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ।আমল বাবুর প্রবাহমান রাজনীতিতে ছন্দ পতন ঘটে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের ২ বারের এমএলএ অমল আচার্যকে ইটাহার বিধাসভা কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে টিকিট না দেওয়ার পর। সেই টিকিট পায় অমল আচার্যের হাত ধরে রাজনীতিতে আসা উত্তর দিনাজপুর জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন। এরপর থেকেই দলত্যাগ না করে আমল বাবু নিজেকে রাজনীতি থেকে কিছুটা গুটিয়ে ফেলেন। ইটাহার বিধানসভার নব মনোনিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোশারফ হোসেনের সমর্থনে ভোট প্রচারেও দেখা যায়নি অমল আচার্যকে। এমনকি অমল আচার্যকে প্রার্থী না করায় তিনি ক্ষোভ প্রকাশও করেন দলের অন্দরে, আবার কোথাও প্রকাশ্যে। প্রার্থী অপছন্দের ক্ষোভে এক কর্মীসভায় ইটাহার ব্লকের একাধিক পদাধিকারী নেতা ও নেত্রী কার্যত গণপদত্যাগ করেন। কিন্তু অমল আচার্য দলীয় কর্মীদের নিয়ে একাধিক মিটিংয়ে উপস্থিত কর্মীদের মতামত নিয়ে তিনি যে রাজনীতির মাঠে থেকে আগামী দিনে লড়াই করবেন এটা কিন্তু অমল আচার্য বারংবার জানান। ফলে অমল বাবুর আগামী রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে জল্পনা ছিলই সকলের ভিতরে।বিগত দুই তিন দিন ধরে ইটাহারের বিদায়ী বিধায়কের ঘনিষ্ট মহল সূত্রে জানা গেছে, বুধবার ইটাহার সদর চৌরাস্তা এলাকায় একটি সভার মাধ্যমে বিধায়ক আমল আচার্য সহ বহু আনুগামীরা মিলে বিজেপির রাজ্য নেতৃত্বের নির্দেশে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন। এই হেবিওয়েট যোগদান মেলা অনুষ্ঠিত হলে স্বাভাবিক ভাবে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল বিধানসভা ভোটের প্রাক্কালে বড়সড় ভাঙনের মুখে পরবে বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল।