ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জের মা বয়রা কালির আশীর্বাদ নিলেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়
1 min readঐতিহ্যবাহী কালিয়াগঞ্জের মা বয়রা কালির আশীর্বাদ নিলেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৬ এপ্রিল:সোম বার উত্তরবঙ্গ তথা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মা বয়রা কালির বাৎসরিক পূজায় মায়ের মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিলেন কালিয়াগঞ্জ বিধান সভার বিজেপি প্রার্থী সৌমেন রায়।সৌমেন রায় পূজা শুরু হবার পূর্বে মায়ের পূজায় বাজি উৎসবে অংশগ্রহণ করেন।পরে মায়ের মন্দিরে পূজা দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন।
এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী সৌমেন রায় বলেন আমার বিশ্বাস মা বয়রাকালির আশীর্বাদ আমাকে সাফল্য এনে দেবেই বলে তার দৃঢ় বিশ্বাস।তিনি বলেন এবারের বিধান সভা নির্বাচনে এই রাজ্যের সরকারের পরিবর্তন হচ্ছেই।
শুধু সময়ের অপেক্ষা মাত্র।সরকারের পরিবর্তনের সাথে সাথে কালিয়াগঞ্জের জনতাজনার্দন কালিয়াগঞ্জের সাশক দলের বিদায়ী বিধায়কেরও পরিবর্তন ঘটাবে বলেই তার বিশ্বাস।কারন সরকার বদল হলে তৃণমূলের প্রার্থীকে কোন ভাবেই কালিয়াগঞ্জের জনতা জনার্দন বিধান সভায় পাঠাবেন না বলেই স্থির বিশ্বাস।বিজেপি প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের প্রাক্তন পৌর পিতা তথা বিজেপি নেতা কার্তিক চন্দ্র পাল সহ বেশ কয়েকজন বিজেপির তরুণ নেতা।