October 30, 2024

কালিয়াগঞ্জে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকারের প্রচারে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী-

1 min read

কালিয়াগঞ্জে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকারের প্রচারে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৫এপ্রিল:ষষ্ঠ দফা নির্বাচন হতে চলেছে আগামী ২২শে এপ্রিল।আগামী ২২শে এপ্রিলেই কালিয়াগঞ্জের সংযুক্ত মোর্চার প্রার্থী প্রভাস সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে জনতা জনার্দনের আশীর্বাদে।তাই সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকারের সমর্থনে কালিয়াগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে আগামী ৯ই এপ্রিল দুপরে

এক জনসভায় বক্তব্য রাখবার জন্য আসছেন জাতীয় কংগ্রেসের লড়াকু নেতৃত্ব তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।অধিরবাবুর আসার খবরে কালিয়াগঞ্জের বাম-কংগ্রেস জোটের নেতৃত্বদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে।সংযুক্ত মোর্চার নেতা তথা কালিয়াগঞ্জ ব্লক বণগ্রেস সভাপতি সুজিৎ দত্ত বলেন আমরা এবারের বিধান সভা নির্বাচনে সর্বত্রই মানুষের মধ্যে থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।তা ছাড়া সব কিছুই কালিয়াগঞ্জের জনতা জনার্দনের উপরই নির্ভর করছে বলে তিনি জানান। তবে মানুষ একদিকে যেমন সাশক দলের উপর অতিষ্ট হয়েছে ঠিক একইভাবে বিজেপি দলের প্রতিও মানুষের প্রচন্ড ক্ষোভ অনেক বিষয়েই আছে।সংযুক্ত মোর্চার সিপিআইএম দলের নেতা ভারতেন্দ্র চৌধুরী বলেন সাশক দল আর বিজেপি এরা পয়সার এপিঠ আর ওপিঠ।এই দুটো দলই সাধারণ মানুষদের ভিখারি ভেবে নিয়েছে।বিনা পয়সায় কত কি দেওয়া যায় তার প্রতিযোগিতা য় উত্তীর্ণ হয়ে চেয়ার দখল করবার নেশায় মশগুল হয়ে পড়েছে।এরা সাধারণ মানুষের রুজিরোজগারের ব্যবস্থা করতে চায়না।রুজিরোজগারের ব্যবস্থা করে দিলেই নেতাদের আর গুরুত্ব দেবেনা।তাই সস্তায় কি করে বাজিমাত করে এই সমস্ত জনগণকে তাদের দুরাবস্থার মধ্যেই রাখা যায় সেই ভাবনাটা তারা ভেবে থাকে।তবে মা মাটি যে মাটিতে মিশে যেতে বসেছে তা পরিষ্কার বলেই তিনি মনে করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *