দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার হেভিওয়েট প্রার্থী বিপ্লব মিত্র মনোনয়ন পত্র জমা দিল গঙ্গারামপুর মহাকুমার শাসকের কাছে-
1 min readদক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার হেভিওয়েট প্রার্থী বিপ্লব মিত্র মনোনয়ন পত্র জমা দিল গঙ্গারামপুর মহাকুমার শাসকের কাছে–
বিশাল মিছিলের মধ্য দিয়ে বুনিয়াদপুর ফুটবল ময়দান থেকে মিছিল করে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান হরীরামপুরের তৃণমূল দলের প্রার্থীবিপ্লব বাবু। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের অগণিত মানুষ। দুপুর সাড়ে বারোটা নাগাদ বিপ্লব মিত্র নমিনেশন পত্র জমা দিতে প্রবেশ করেন।বিপ্লব মিত্র মনোনয়ন পত্র জমা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন
সাধারণ মানুষ যে তার পাশে আছেন তা বোঝা যায়।তার বিশ্বাস হরিরামপুরের উন্নয়নের স্বার্থে মানুষ এবার তাকে জয়যুক্ত করবে।কারন বিগত বিধান সভা নির্বাচনে হরিরামপুরের মানুষ আমাকে জয়ী না করে যে ভুল করেছে এবার তারা সেই পথে হাটবেনা তা নিশ্চিত করেই বলতে পারি।এদিন বিপ্লব মিত্রের পাশাপাশি কুশমন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী রেখা রায় নমিনেশন পত্র জমা দেন।একই সাথে নমিনেশন পত্র জমা দিলেন হরিরামপুর বিধানসভার বাম জোট প্রার্থী রফিকুল ইসলাম। বাম জোট প্রার্থী রফিকুল ইসলাম বলেন তৃণমূল দলটাই এবার উঠে যাবে।তা ছাড়া তৃণমূল নামক দলটির সুপ্রিমো নিজেই এবার হাড়ছে।তাই জেনেশুনে হরিরামপুরের মানুষ এমন ভুল করতে যাবেন তার দৃঢ় বিশ্বাস। এদিন বিপ্লব বাবুর পাশাপাশি রফিকুল ইসলাম বিশাল মিছিলের মধ্য দিয়ে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান।