কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী সৌমেন রায়ের প্রচারে আসছেন যোগী আদিত্য নাথ-
1 min readকালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী সৌমেন রায়ের প্রচারে আসছেন যোগী আদিত্য নাথ-
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫ এপ্রিল:আগামী ২২শে এপ্রিল উত্তর দিনাজপুর জেলার নয়টি বিধান সভায় ভোট হতে চলেছে।বিধানসভার ভোটকে কেন্দ্র করে কালিয়াগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একাধিক ভি ভি আই পি আসছেন বলে জানা যায়।আগামী ৭ই এপ্রিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী সৌমেন রায়ের ভোটের প্রচারে আসছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।ফলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর বর্তমানে ভোট উৎসবের শহরে পরিণত হয়েছে বলে যায়।
বিজেপির দলীয় সূত্রে জানা যায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্য নাথ সিংহ কালিয়াগঞ্জের বিধান সভা কেন্দ্রের প্রার্থী সৌমেন রায়ের প্রচারে আসার খবরে বিজেপির সমর্থকদের মধ্যে ব্যায়ক তৎপরতা শুরু হয়ে গেছে। কালিয়াগঞ্জ শহর ও গ্রামে ইতিমধ্যেই গেরুয়া ঝড় যে ভাবে বইতে শুরু করেছে বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ আসার পর তা যে সাইক্লোনে রূপ নেবে তা বলা যেতেই পারে বলে রাজনৈতিক মহল মনে করছে।শোনা যাচ্ছে কালিয়াগঞ্জ কলেজ মাঠে এই জনসভা হবে।বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন কালিয়াগঞ্জ বিধান সভা আসনটি এবার আমরাই পাবো।কারন রাজ্যে ক্ষমতায় আসছি আমরা।অন্যদিকে আগামী ৯ইএপ্রিল সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেসের প্রভাস সরকারের প্রচারে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।অধীর রঞ্জন চৌধুরী কে কেন্দ্র করে কালিয়াগঞ্জের বাম-কংগ্রেস জোটের নেতৃত্বদের মধ্যে শুরু হয়েছে জোর তৎপরতা।এদিকে আগামী ২০শে এপ্রিল ষষ্ঠ দফার ভোটের শেষ লগ্নে কালিয়াগঞ্জ ব্লকের চান্দলে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যয়।তার আসাকে কেন্দ্র করে তৃণমূলের সমর্থকদের মধ্যে যে একটা বাড়তি অক্সিজেনের প্রভাব পড়েছে তা বলার অপেক্ষা রাখেনা।এ ছাড়াও তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি আইন নিয়ে ভোটের বাজার গরম করতে আগামী ৭ই এপ্রিল কালিয়াগঞ্জের কুনোর এলাকায় আনছেন বিজেপি বিরোধী কৃষি আন্দোলনের দুই মুখ মেধা পাটেকর এবং যোগেন্দ্র যাদব সহ পাঞ্জাবের কৃষক নেতা দর্শন পাল,উত্তরাখণ্ডের কৃষক নেতা তেজিন্দ্রর সিংহ ভিরখ ও কলকাতা থেকে অভিক সাহা তৃণমূলের প্রার্থী তপন দেবসিং হের ভোটের প্রচারে হওয়া তুলতে বলে জানা যায়।