মুক্তির পথ রায়গঞ্জ”- এর উদ্যোগে বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবির
1 min readমুক্তির পথ রায়গঞ্জ”- এর উদ্যোগে বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবির
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ৪এপ্রিল:মুক্তির পথ রায়গঞ্জের উদ্দ্যোগে বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবির অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এলাকার পকম্বা ও বাহিনে।রবিবার স্বেচ্ছাসেবী সংগঠন “মুক্তির পথ রায়গঞ্জ”- এর উদ্যোগে ও সহযোগিতায় ৮ নং বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পকম্বা গ্রামে একটি বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল।
উক্ত শিবিরে উপস্থিত ছিলেন “মুক্তির পথ রায়গঞ্জ”- এর সভাপতি প্রণব দেবনাথ,সম্পাদক সামিম আক্তার, সহ-সভাপতি বিধান বর্মন, সহ-সম্পাদক রমেন্দ্রনাথ দাস, দিবাশীষ বর্মন সহ অন্যান্য সদস্যবৃন্দ।শিবিরে রোগী দেখেন মালদা মেডিকেল কলেজ ও
হাসপাতালের দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার মৌশিখা সরকার। শিবিরে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের ৩০ থেকে ৩৫ জনের মতো রোগী দেখেন। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দন্ত চিকিৎসক মৌশিখা সরকার। শিবিরে বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়।শিবিরের শেষে রোগীরা জানান এই শিবিরের ফলে তারা বিশেষভাবে উপকৃত হলেন।