বেকিডাঙ্গায় রক্তদান শিবির
1 min readবেকিডাঙ্গায় রক্তদান শিবির
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৪ এপ্রিল: রবিবার উত্তর দিনাজুর জেলার ইটাহার ব্লকের বেকিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বেচ্ছায় রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়।সমাজসেবী শান্তনু চক্রবর্তীর উদ্দ্যোগে ও মুক্তির কান্ডারী রায়গঞ্জের সহ যোগীতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
এই শিবিরে প্রথম রক্তদান করেন শ্যামল বসাক।পুরুষ ও মহিলা সহ মোট ২০জন রক্ত দান করেন।সমাজসেবী শান্তনু চক্রবর্তী বলেন উত্তর দিনাজপুর জেলায় নির্বাচনের মুহূর্তে রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্কে চলছে চরম রক্ত সঙ্কট।এই মুহূর্তে আমাদের সবার এই মহৎ কাজে এগিয়ে আসা উচিৎ বলেই তিনি মনে করেন।আগামী দিনেও তিনি রক্ত দান শিবিরের আয়োজন করবেন বলে জানান।