October 30, 2024

রায়গঞ্জে বিজেপির “সোনার বাংলা সংকল্প পত্র “বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হল

1 min read

রায়গঞ্জে বিজেপির “সোনার বাংলা সংকল্প পত্র “বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হল

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৪এপ্রিল:রবিবার রায়গঞ্জ 35 নং বিধানসভার ১৮৩ ও ১৮৪ নং বুথে ” সোনার বাংলা সংকল্প পত্র ২০২১” বাড়ি বাড়ি প্রচার অভিযান করা হলো । এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর

জেলার সহ-সভাপতি তথা বিধানসভার জেলা নির্বাচনি টলির প্রমুখ শ্রী নিমাই কবিরাজ উত্তর দিনাজপুর জেলার সম্পাদক তথা বিধানসভা জেলার নির্বাচনি সহ প্রমুখ শ্রী প্রকাশ পুস্তি , জেলা বুথ ম্যানেজমেন্ট প্রমুখ শ্রী সুকান্ত ঘোষ, জেলা আইটি প্রমুখ শ্রী আনন্দ ভৌমিক , এছাড়া এই দুই বুথের শক্তি কেন্দ্র প্রমুখ ও বুথ সভাপতিগণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *