বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থীর মনোনয়ন পত্র জমা-
1 min readবর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থীর মনোনয়ন পত্র জমা-
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ,১এপ্রিল:বৃহস্পতিবার প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশাল সুসজ্জিত মিছিল নিয়ে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির থেকে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ মনোনয়ন পত্র জমা দিতে গেলেন রায়গঞ্জের কর্নজোড়ায়।সুসজ্জিত মিছিলে যেমন মহিলাদের উপস্থিতি ছিল তেমনি সুসজ্জিত সাজে আদিবাসী মহিলারা মাথায় কলস নিয়ে নৃত্য করতে করতে মিছিলে গেলে মিছিল অন্য মাত্রা পায়।মিছিলে চোখে পড়ার মত মহিলাদের অংশগ্রহণ ছিল।তৃণমূলের প্রার্থী তপন দেব সিংহের সাথে যে সমস্ত তৃণমূলের নেতৃত্ব
ছিলেনতারা হলেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ,কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক মন্ডলীর সদস্য বসন্ত রায়,ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য,তৃণমূল শহর কংগ্রেস সভাপতি কমল ঘোষ,পৌর প্রসাশক শচীন্দ্র নাথ সিংহরায়,সদস্য ঈশ্বর রজক,তৃণমূল নেতা হিরন্ময় সরকার(বাপ্পা) তৃণমূল যুব নেতা মঃ খাবিরুদ্দিনসহ বহু তৃণমূল নেতা ও কর্মীরা।রায়গঞ্জের কর্নজোড়ায় মনোয়ন পত্র জমা
দেবার পর এক সাক্ষাৎকারে তৃণমূল প্রার্থী তপন দেবসিংহ বলেন তিনি জয়ের চিন্তা করছেন না।তার একমাত্র চিন্তা কি করে ভোটের মার্জিন বৃদ্ধি করা যায়।তবে তপন দেবসিংহ বলেন আমি নই, বিজেপির কর্মীরাই বলছে আমি নাকি ভোটের মার্জিন পঞ্চাশ হাজার ছাড়িয়ে যাবো।তৃণমূল নেতা অসীম ঘোষ বলেন কে কি বলছে বলতে পারবোনা,তবে আমার বিশ্বাস আমাদের তৃণমূল প্রার্থী তপন দেবসিংহ গতবার মাত্র চব্বিশশো ভোটে উপ নির্বাচনে জয়ী হয়েছিলেন এবার সেটাই চব্বিশ হাজার পার করে দেবে কালিয়াগঞ্জ বিধান সভার জনতা জনার্দন।