কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ সুসজ্জিত মিছিল নিয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করবার পর মনোনয়ন পত্র জমা দিতে গেলেন
1 min readকালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ সুসজ্জিত মিছিল নিয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করবার পর মনোনয়ন পত্র জমা দিতে গেলেন
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ,১এপ্রিল:বৃহস্পতিবার প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশাল সুসজ্জিত মিছিল নিয়ে কালিয়াগঞ্জ বিধান সভার তৃণমূল প্রার্থী তপন দেবসিংহ শহর পরিক্রমার মধ্য দিয়ে রায়গঞ্জের কর্নজোড়ায় মনোনয়ন পত্র জমা দেবার জন্য গেলেন।
সুসজ্জিত মিছিলে যেমন মহিলাদের উপস্থিতি ছিল তেমনি সুসজ্জিত সাজে আদিবাসী মহিলারা মাথায় কলস নিয়ে নৃত্য করতে করতে মিছিলে গেলে মিছিলে অন্য মাত্রা পায়।তৃণমূলের প্রার্থী তপন দেব সিংহের সাথে আর যে সমস্ত তৃণমূলের নেতৃত্ব ছিলেনতারা হলেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ,কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক মন্ডলীর সদস্য বসন্ত রায়,তৃণমূল
শহর কংগ্রেস সভাপতি কমল ঘোষ,পৌর প্রসাশক শচীন্দ্র নাথ সিংহরায়,সদস্য ঈশ্বর রজক,তৃণমূল নেতা হিরন্ময় সরকার(বাপ্পা) তৃণমূল যুব নেতা মঃ খাবিরুদ্দিনসহ বহু তৃণমূল নেতা ও কর্মীরা ছিলেন।এক সাক্ষাৎকারে তৃণমূল প্রার্থী তপন দেবসিংহ বলেন তিনি জয়ের চিন্তা করছেন না।তার একমাত্র চিন্তা কি করে ভোটের মার্জিন বৃদ্ধি করা যায়।তবে তপন দেবসিংহ বলেন আমি নই বিজেপির কর্মীরাই বলছে আমি নাকি ভোটের মার্জিন পঞ্চাশ হাজার ছাড়িয়ে যাবো।তৃণমূল নেতা অসীম ঘোষ বলেন কে কি বলছে বলতে পারবোনা তবে আমার বিশ্বাস আমাদের তৃণমূল প্রার্থী গতবার মাত্র চব্বিশশো ভোটে উপ নির্বাচনে জয়ী হয়েছিলেন এবার সেটাই চব্বিশ হাজার পার করে দেবে জনতা জনার্দন।