October 30, 2024

অবশেষে সমস্ত অভিমানকে দূরে সরিয়ে কালিয়াগঞ্জের বিজেপির কর্মকর্তারা বিজেপির প্রার্থী সৌমেন রায়কে নিয়ে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ার সিধান্ত নিল

1 min read

অবশেষে সমস্ত অভিমানকে দূরে সরিয়ে কালিয়াগঞ্জের বিজেপির কর্মকর্তারা বিজেপির প্রার্থী সৌমেন রায়কে নিয়ে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ার সিধান্ত নিল

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৩০ মার্চ: অবশেষে কালিয়াগঞ্জের বহিরাগত প্রার্থীকে নিয়ে মান অভিমানের পালার অবসান।বুধবার থেকে কালিয়াগঞ্জের বিজেপির কর্মকর্তারা প্রাথী সৌমেন রায়কে নিয়ে নির্বাচনের মাঠে নেমে পরার সিধান্ত নিল।গত ১৮ই মার্চ বিজেপির কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রের বহিরাগত এক প্রার্থীর নাম ঘোষণা হতেই বিজেপির কর্মকর্তারা এক কথায় হতাশ হয়ে পড়ে।দীর্ঘ কয়েকদিন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায় কালিয়াগঞ্জ শহরে না এসে রায়গঞ্জ এলাকার মধ্যে থাকা দুটি পঞ্চায়েতের গ্রাম গুলিতে সামান্য কয়েজন বিজেপির কর্মীদের নিয়ে সৌমেন বাবু প্রচার করে যাচ্ছিল।এর মধ্যে কালিয়াগঞ্জের বিজেপির কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করে বিজেপির উর্ধতন কর্তৃপক্ষের সাথে।কিন্তু বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতা রায়গঞ্জে এসে পরিস্কার নির্দেশ দিয়ে যান কালিয়াগঞ্জের বিজেপির কর্মকর্তাদের।তিনি বলেন প্রার্থীর কোন পরিবর্তন হবেনা।

এই প্রার্থীকেই জয়ী করবার জন্য মাঠে অবিলম্বে নেমে পড়তে হবে।অবশেষে কালিয়াগঞ্জের বিজেপির কর্মকর্তারা মঙ্গলবার কালিয়াগঞ্জের বিজেপির দলীয় কার্যালয়ে সমস্ত স্তরের মন্ডল সভাপতি ও নেতৃত্বদের সাথে গ্রামে গঞ্জের বিজেপির সমর্থকদের নিয়ে একটি বৈঠক করে।সেখানে বিজেপির ঘোষিত প্রার্থী সৌমেন রায়ও উপস্থিত ছিলেন।সেই বৈঠকেই স্থির হয় অনেক সময় নষ্ট হয়ে গেছে

আর কোন ভাবেই সময় নষ্ট করা যাবেনা।তাই সর্বসম্মতিক্রমে ঠিক হয় আগামী কাল বুধবার থেকে সমস্ত মান অভিমান ভুলে আমাদের সবার প্রার্থী সৌমেন রায়কে আমাদের জয়ী করতেই হবে।সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ,উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার সভাপতি গৌতম বিশ্বাস, বিজেপির জেলা পরিষদ সদস্য কমল সরকার,

কালিয়াগঞ্জ বিধান সভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রানা প্রতাপ ঘোষ,তারিণী রায়,কার্তিক পাহান,অমিত সাহা সহ অনেকেই।জমধ্যে হতাশা ববিজেপি প্রার্থী সৌমেন রায় বলেন তিনি সবার সহযোগিতা নিয়েই কালিয়াগঞ্জ আসনটিতে জয়ী হবেন এটা তার দৃঢ় বিশ্বাস।এই ঘটনায় কালিয়াগঞ্জ শহরে প্ৰকৃত অর্থেই নির্বাচনী আসর এবার জমজমাট হতে চলেছে বলে জানা যায়।কালিয়াগঞ্জে স্যঃ 5থেকে বিজেপির সমর্থকরা আবার নড়েচড়ে বসতে শুরু করে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *