October 30, 2024

স্বেচ্ছাসেবী সংগঠন “মুক্তির পথ রায়গঞ্জ- এর উদ্যোগে রক্তদান শিবির

1 min read

স্বেচ্ছাসেবী সংগঠন “মুক্তির পথ রায়গঞ্জ- এর উদ্যোগে রক্তদান শিবির

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭,মার্চ: শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বাণিজ্য ভবনে ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুদের পরিবারের মুখে হাসি ফোটাতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আজকের শিবিরে দূর-দূরান্ত থেকে প্রায় ১৫ জনের মতো রক্তদাতা স্বেচ্ছায় আন্তরিকতার সাথে এসে রক্ত দান করেন। আজকের শিবিরে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক সুব্রত সরকার, “রায়গঞ্জ মুক্তির কান্ডারী”- এর সম্পাদক কৌশিক ভট্টাচার্য,“মুক্তির পথ রায়গঞ্জ”- এর সম্পাদক সামিম আক্তার,সভাপতি প্রণব দেবনাথ।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা।

শিবিরে “রায়গঞ্জ মুক্তির কান্ডারী”- এর সম্পাদক তাঁর বক্তব্যে বলেন যে “নির্বাচনী পর্ব লাঘু থাকায় রাজনৈতিক নেতারা তাদের নিজস্ব ব্যানার এ রক্তদান না করতে পারলেও তারা যেন রাজনৈতিক স্বেচ্ছাসেবীদেরকে রক্তদানে এগিয়ে আসার কথা বলেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাদের এইধরনের কার্যকলাপে সহযোগিতা করেন ।

“মুক্তির পথ রায়গঞ্জ”- এর তরুণ সম্পাদক সামিম আক্তার বলেন যে “আগামী ৩ দিন বসন্ত উৎসব ও সবেবরাত এর কারণে ব্লাড ক্যাম্প হবে না বললেই চলে। তাই ব্লাড ব্যাংককে সচল রাখার উদ্দেশ্যেই আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দিনেও এই ধরনের উদ্যোগ তিনি নিবেন বলেও জানিয়েছেন।

এছাড়াও তিনি সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা সহ সকল শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিককে রক্তদানে এগিয়ে আসার কথা বলেন।”প্রকাশ থাকে যে, স্বেচ্ছা সেবী সংগঠন মুক্তির পথ রায়গঞ্জের উদ্দ্যোগে ইতিমধ্যে ই বেশ কয়েকবার এই সমাজসেবী সংগঠন সাধারণ মানুষের রক্তের সঙ্কটের সময় তারা বিভিন্ন ভাবে রক্ত জুগিয়ে থাকে।এর ফলে সমাজের হত দরিদ্র উপকৃত হয় বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *