October 30, 2024

ভোটের গান-(আসল খিলারী)

1 min read

ভোটের গান-(আসল খিলারী) তপন চক্রবর্তী-আকাশবাণীর অনুমোদিত গীতিকার।

তোরা শিল্প গড়তে
করনা খেলা
করবেনা কেও মানা,তোরা খেলার মত খেলবি না, এসব সবার জানা।বেকার ভাইয়ের চাকরি দিতে
করনা তোরা খেলা,
সেসব নিয়ে নেইতো খেলা বেকারদের মিটিয়ে দে না
জ্বালা?

সস্তা বাজি মাতের খেলা
ভোটের সময় খেলিস, ভোট ফুরালেই সব খেলা শেষ, বাজি মাতের কথা বলিস।
এসব দিয়ে দেশের মানুষ
হয়না স্বয়ম্ভর

স্বয়ম্ভর হয় যাতে ভাই কাজের কাজটি কর। সম কাজে সম বেতন
করনা দেখি ভাই,
একাজ করলে বুঝবো তোরা আসল খেলোয়াড়টাই। আমরা জানি,সবাই জানে তোদের দৌড় কত,যত বলিস
কাজের বেলায় দেখিনা অত শত।বিদ্যালয়ের শিক্ষকদের
কতই রকম ভাগ
এসব প্রথা দাও না তুলে
কর সবার বেতন এক? ভোটের সময় নেইতো দাবি আসল খেলার কথা ,আজে বাজে ভাষার খেলা হচ্ছে যথা তথা।কেও বলেনা আসল কথা
বলার লোকের অভাব,হটাৎ হওয়া নেতাদের এটাই হল স্বভাব।সবাই বলে খেলা হবে সেই খেলোয়ার নাই।দাদা দিদি দুই খেলোয়াড়
আর দেখিনা ভাই। যতই বল খেলছো তোমরা
( তোমরা) আসল খিলারী নন, আসল খেলা খেলবে দেখবে,
জনতা জনার্দন।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *