অবশেষে কালিয়াগঞ্জে জাতীয় কংগ্রেসের প্রার্থী হলেন প্রভাস সরকার
1 min readঅবশেষে কালিয়াগঞ্জে জাতীয় কংগ্রেসের প্রার্থী হলেন প্রভাস সরকার
তনময় চক্রবর্তী অবশেষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ, গোয়ালপোখর, ইসলামপুর বিধানসভা আসনের প্রার্থী ঘোষণা করল জাতীয় কংগ্রেস। জানা যায় আজ রাতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হল এই প্রার্থী তালিকা।
জানা যায় কালিয়াগঞ্জ আসো নে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়াই করবেন প্রভাস সরকার, গোয়ালপোখর আসন থেকে লড়াই করবেন মাসুদ নাসিম আসান, ইসলামপুর আসন থেকে লড়াই করবেন সাদিকুল ইসলাম।
উল্লেখ্য কয়েক দিন আগে রায়গঞ্জ আসন থেকে কংগ্রেসের প্রার্থী ঘোষণা করা হয় মোহিত সেনগুপ্ত কে।