বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ! কর্মীদের বার্তা দিলেন দিলীপ ঘোষ
1 min readবিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ! কর্মীদের বার্তা দিলেন দিলীপ ঘোষ
প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ বিক্ষোভে দলের কর্মীদের বার্তা দিলেন দিলীপ ঘোষ। আজ সকালে নিউটাউনের ইকোপার্কের প্রাতঃভ্রমণে আসেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সাথে ছিলেন রাজারহাট নিউটাউন বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী ভাস্কর রায়। প্রাতঃভ্রমণে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ।বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গায় প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে, সাংবাদিকদের প্রশ্নের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এবার নির্বাচনে বিজেপির জেতার সম্ভাবনা বেশি, বিজেপি জিতছে এটা জেনে বহু মানুষ বিজেপির প্রার্থী হওয়ার জন্য এসেছেন।অরাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে অন্যান্য দলের ব্যক্তিরা আমাদের দলের প্রার্থী হওয়ার জন্য আবেদন জানিয়েছিল। সবার আশা ছিল পার্টি এমএলএ হওয়ার টিকিট দেবে। এটা সম্ভব নয়। যে কটা সিট সেই কজন টিকিট পেয়েছেন।
এরা সকলেই ভারতীয় জনতা দলের কার্যকর্তা। যাদের জেতার সম্ভাবনা বেশি রয়েছে তাদেরই দল টিকিট দিয়েছে। বাকিদের দায়িত্ব তারা এই পরিবর্তনের সাথী হয়ে দলের প্রার্থীদের জেতান এটা আমি চাইব।হয় লড়া না হলে লড়তে হবে এটা আমাদের পার্টির পদ্ধতি। আশা করব সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এবারের নির্বাচনে বিজেপিকে ২০০ বেশি আসনে এনে দিয়ে সরকার গঠন করবো।প্রার্থী হতে না পেরে বেশ কিছু জায়গায় দল ত্যাগ করছে সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, দল ত্যাগ করেননি। মন খারাপ হয়েছে। কয়েকদিন ক্ষোভ-বিক্ষোভ দেখাবে সবাই। গণতান্ত্রিক পার্টি সবার কথা বলার অধিকার আছে। কিন্তু সর্বোপরি ভারতীয় জনতা পার্টির আদর্শ মেনে যারা এসেছেন তারা পার্টির সিদ্ধান্ত মেনেই কাজ করবেন।রাজারহাট নিউটাউন বিধানসভায় ভাস্কর রায় প্রা
আমরা বেশ কিছু জায়গায় একসাথে চা চক্র যোগদান করেছি। আজ সকলের সাথে প্রাতঃভ্রমণে দেখা হয়ে গেছে। নিউটাউনের এই চ্যালেঞ্জিং সিটে আমরা জিতব।রাজারহাট নিউটাউন এর বিজেপি প্রার্থী ভাস্কর রায় জানান, দিলীপ দার স্নেহভাজন নিজেকে মনে করে গর্বিত বোধ হয়। যিনি দেশের জন্য নিজের জীবন উত্সর্গ করেছেন, তার কোনো মোহ মায়া পিছুটান নেই। সেইরকম একজন মানুষের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হয়। দাদার লড়াইয়ের অভিজ্ঞতাই আগামী দিনে অনুসরণ করবেন বলে জানালেন প্রার্থী ভাস্কর রায়।