শ্রমিক, ছাত্র থেকে যুব সকলের উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যেই আগামীতে রাজ্যে তৃনমূল কংগ্রেসের সরকার কাজ করবে বললেন হেমতাবাদ বিধানসভার তৃণমূল প্রার্থী সত্তজীৎ বর্মণ
1 min readশ্রমিক, ছাত্র থেকে যুব সকলের উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যেই আগামীতে রাজ্যে তৃনমূল কংগ্রেসের সরকার কাজ করবে বললেন হেমতাবাদ বিধানসভার তৃণমূল প্রার্থী সত্তজীৎ বর্মণ
তন্ময় দাস, হেমতাবাদ জঙ্গলমহল থেকে পাহার রাজ্যের সর্বত্র সাধারন মানুষের উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যেই তৃনমূল কংগ্রেসের নির্বাচনী তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ইস্তেহার প্রকাশ করেছেন এবার দলীয় ভাবে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভায় প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী সত্তজীৎ বর্মণ। রবিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
হেমতাবাদ ব্লক সভাপতি শেখর রায়,তৃণমূল নেতা প্রফুল্য বর্মণ,মৃত্যুঞ্জয় দত্ত,মজিবুর রহমান সহ অন্যান্যরা। পরে এক সাংবাদিক সম্মেলনে হেমতাবাদ বিধানসভার তৃণমূল প্রার্থী সত্তজীৎ বর্মণ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য ইস্তেহার প্রকাশ করেছেন।হেমতাবাদ মানুষের জন্য বিশেষ দরকার কলেজ,পানীয় জল,সৌর বিদ্যুৎ , হাসপাতালে চিকিৎসক,কৃষক থেকে শ্রমিক, দিনমজুর থেকে ঠিকা শ্রমিক, ছাত্র থেকে যুব সকলের উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যেই আগামীতে রাজ্যে তৃনমূল কংগ্রেসের সরকার কাজ করবে। ইস্তেহারে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ” স্টুডেন্টস ক্রেডিট কার্ড ” প্রদানের ঘোষনা এক ঐতিহাসিক ঘোষনা যা রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের বহুল উপকারে আসবে