October 30, 2024

নন্দীগ্রামে শুরু ভোট গ্রহণ, বাড়ি বাড়ি গিয়ে ভোট নিচ্ছেন কর্মীরা

1 min read

নন্দীগ্রামে শুরু ভোট গ্রহণ, বাড়ি বাড়ি গিয়ে ভোট নিচ্ছেন কর্মীরা

‌ব্যাটেলফিল্ড’‌ নন্দীগ্রামে শুরু হয়ে গেল ভোট গ্রহণ। ওই কেন্দ্রে যাঁদের বয়স ৮০ বছরের উর্ধ্বে এবং যাঁদের পক্ষে ১ এপ্রিল বুথ কেন্দ্রে এসে ভোট দেওয়া সম্ভব নয়, তাঁদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করছেন ভোটকর্মীরা। আগেই এই প্রক্রিয়া শুরু হয়েছে ঝাড়গ্রাম থেকে। প্রথম দফায় অর্থাত্‍ ২৭ মার্চ রাজ্যের যেসব আসনে ভোট রয়েছে, সেখানে বাড়ি গিয়ে অশীতিপর এবং

বিশেষভাবে সক্ষমদের ভোট নেওয়া হয়েছে। আর দ্বিতীয় দফায় অর্থাত্‍ ১ এপ্রিল যেসব আসনে ভোট রয়েছে, সেখানে এই প্রক্রিয়া চালু হল ২০ মার্চ অর্থাত্‍ শনিবার থেকে।বিহার নির্বাচনেও এই বিশেষ সুবিধা দিয়েছিল নির্বাচন কমিশন। এবার বাংলাতেও। করোনা পরিস্থিতিতে ভোট প্রক্রিয়ায় যেসব নতুন নিয়ম-কানুন চালু করা হয়েছে, তার মধ্যেই এটি একটি। ইদানিং দৈনিক সংক্রমণ বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়াও তীব্র গরমে বাড়ি বসে ভোট দিতে পেরে অনেকেই খুশি। বুথকেন্দ্রে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে না, এই ভেবে নির্বাচন কমিশনের প্রশংসা করছেন বহু মানুষ।আগে বহু নির্বাচনে দেখা গেছে, ভোটের দিন নানা কারণে বুথ কেন্দ্রে এসে পৌঁছতে পারেন না বয়স্করা। ফলে অনেক ভোট নষ্ট হয়। করোনা পরিস্থিতিতে সেই বিষয়টির উপর বাড়তি গুরুত্ব দিয়েই এই সুবিধা দিতে শুরু করেছে নির্বাচন কমিশন

6 thoughts on “নন্দীগ্রামে শুরু ভোট গ্রহণ, বাড়ি বাড়ি গিয়ে ভোট নিচ্ছেন কর্মীরা

  1. whats doxycycline There are also several other types of immunoblotting assays including the EUROIMMUN Anti- Borrelia EUROLINE- WB which is frequently utilized in Europe with variation in antigen composition and modified interpretation criteria which are provided by the producers 82.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *