ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম
1 min readইস্তফা দিলেন ফিরহাদ হাকিম
সরানোর আগেই কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক পদ থেকে সরে দাঁড়ালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার রাতেই তিনি রাজ্যের পুর সচিব খলিল আহমেদের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন।
যদিও ইস্তফার বিষয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলেননি কলকাতা পুরসভার বিদায়ী ,মুখ্য প্রশাসক। তৃণমূল সূত্রে খবর, ফিরহাদের দেখানো পথে কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডে থাকা বাকি সদস্যরাও পদত্যাগপত্র জমা দিচ্ছেন। উল্লেখ্য এদিনই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কলকাতা সহ রাজ্যের ১১২টি পুরসভার প্রশাসক পদে থাকা রাজনৈতিক ব্যক্তিদের সরানোর জন্য মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছে।